পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

× ዓo লুকলিখিত সুসমাচার। [২৩ অধ্যায়। " পরে পীলাত প্রধান যাজকগণ ও শাসনকর্তৃগণ ও ১৩ লোকদিগকে একত্র ডাকিয়া কহিল, রাজ্য বিপৰ্য্যয়কারী ১ ৪ বলিয়া এই মানুষকে আমার নিকটে অনিয়াছ ; কিন্তু দেখ, তোমাদের সাক্ষাৎকারে ইহার বিচার করিলেও উক্ত অপবাদানুসারে ইহার কোন দোষ পাইলাম না; এবং তোমাদিগকে হেরোদের নিকটে প্রেরণ করিলে ১৫ সেও কোন দোষ পাইল না । দেখ, এ ব্যক্তি প্রাণ- ১৬ দণ্ডের যোগ্য কোন দোষ করে নাই, অতএব ইহাকে শাস্তি দিয়া ছাড়িয়া দিব । ঐ পর্বসময়ে তাহদের ১৭ এক জনকে মুক্ত করিতে হয় ; এই হেতু তাহারা একে- ১৮ বারে উচ্চৈঃস্বরে কছিল, ইহাকে বধ করিয়া বরব্বাকে মুক্ত কর । ঐ বরবা নগরের মধ্যে উপপব ও বধ ১৯ করণ দোষে কারাগারে বদ্ধ ছিল । কিন্তু পীলাত ঘী- ২ • শুকে মুক্ত করিতে বাসনা করিয়া পুনর্বার তাহাদিগকে কথা কহিল । তথাপি উহাকে ক্রুশে বিদ্ধ কর, ক্রুশে ২১ বিদ্ধ কর, ইহা বলিয়। তাহারা ভাকিয় উঠিল । পরে ২২ সে তৃতীয় বার কহিল, কেন ? সে কি অপরাধ করিয়াছে ? আমি তাহার প্রাণদণ্ডের দোষ কিছুই পাই না, কেবল শাস্তি দিয়। তাহাকে বিদায় করি । তথাপি তা- ২৩ হারা আরও দৃঢ়ৰূপে উহাকে ক্রুশে বিদ্ধ কর, ইহা উচ্চৈঃস্বরে বলিয়া প্রার্থনা করিল । তাহাতে প্রধান ২৪ যাজক প্রভৃতি লোকদের কলরব প্রবল হইলে পীলাত তাহাদের প্রার্থনানুৰূপ করিতে ভাজ। দিল, এবং র- ২৫ জদ্রোহ ও বধ করণ দোষে কারাগারে বদ্ধ যে ব্যক্তিকে তাহারা চাহিল, তাহাকে মুক্ত করিয়া যীশুকে তাহাদের ইচ্ছাতে সমৰ্পণ করিল। পরে তাহারা তাহাকে লইয়া যাইতেছিল, ইতিমধ্যে ২৬ 270