পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*?や লুকলিখিত সুসমাচার। [২৪ অধ্যায় । কহিল, আমাদের সঙ্গে থাক; বেলা অবসান, প্রায় রাত্রি হইল ; তাহাতে তিনি তাহদের সঙ্গে থাকিতে গৃহে গেলেন । পরে ভোজনে বসিবার সময়ে তিনি রুট ৩ e লইয়া ঈশ্বরের গুণানুবাদ করিলেন, ও তাহ ভাঙ্গিয়৷ তাহাদিগকে দিলেন । তখন তাহদের চক্ষুঃ প্রসন্ন হও- ৩১ স্নাতে তাহারা তাহাকে চিনিল ; কিন্তু তিনি তাহণদের সাক্ষাৎহইতে অন্তহিত হইলেন । পরে তাহারা পরস্পর ৩২ কহিতে লাগিল, গমন সময়ে যখন কথোপকথন করিতেছিলেন, এবং শাস্ত্রের অর্থ বুঝাইয়। দিতেছিলেন, তখন আমাদের অন্তঃকরণ কি প্রজ্বলিত হইল না ? তাহারা তৎক্ষণাৎ উঠিয়া যিৰূশালম নগরে প্রত্যা- ৩৩ গমন করিল ; তাহাতে সে স্থানে একত্র যে একাদশ শিষ্যের ও সঙ্গিদের সহিত তাহদের দেখা হইল, তাহারা বলিল, সত্য বটে, প্রভু উঠিয়াছেন, এবং ৩৪ শিমোনকে দর্শন দিয়াছেন । পরে তাহারাও পথের ৩৫ সমস্ত ঘটনার বিষয়, এবং রুটী তাঙ্গনের সময়ে কি প্রকারে তাহার পরিচয় হইয়াছিল, এই সকল বৃত্তাস্ত কহিতে লাগিল । এই ৰূপে তাহারা পরস্পর কথোপকথন করিতেছে, ৩৬ ইতোমধ্যে যীশু আপনি তাহদের মধ্যস্থানে দাড়াইয়া, তোমাদের কল্যাণ হউক, এই কথা কহিলেন ; কিন্তু ভূত ৩৭ দেখিতেছি, ইহা বোধ করিয়া তাহারা উদ্বিগ্ন ও ত্ৰাসযুক্ত হইল । তখন তিনি কহিলেন, তোমরা কেন ব্যাকুল হও? ৩৮ এবং তোমাদের মনে সন্দেহের উদয় হইতেছে কেন ? এই আমি, আমার হাত প। দেখ, বরঞ্চ স্পর্শ করিয়া ৩৯ দেখ ; আমাকে যে ৰূপ দেখিতেছ, তদ্রুপ ভূতের অস্থি মাংস নাই । ইহা বলিয়। তিনি হাত পা দেখাইলেন । ৪ • 276