২৪ অধ্যায়।] লুকলিখিত সুসমাচার। ኟዓፄ ৪১ তাহারা অসম্ভব জ্ঞান করিয়া তখনও আনন্দ প্রযুক্ত বিশ্বাস না করিলে, তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, এ স্থানে তোমাদের কাছে খাদ্য দ্রব্য কিছু আছে ? ৪২ তাহাতে তাহারা কিছু দগ্ধ মৎস্য ও মধুচাক দিলে পর ৪৩ তাহ লইয়া তিনি তাহীদের সাক্ষাতে ভোজন করিলেন; ৪৪ আর কছিলেন, মূসার ব্যবস্থাতে ও ভবিষ্যদ্বক্তার গ্রন্থে এবং গীতপুস্তকে আমার বিষয়ে যে সকল বচন লিখিত আছে, তদনুসারে ঘটিবে, তোমাদের সঙ্গে থাকিয়৷ এই যে কথা আমি কহিয়াছিলাম, তাহ এখন ৪৫ প্রত্যক্ষ হইল । পরে তাহাদিগকে শাস্ত্র বোধাধিকার ৪৬ প্রদান করিয়া কহিলেন, অভিষিক্ত ত্ৰাতাকে এই ৰূপ মৃত্যুযন্ত্রণ ভোগ করিতে ও তৃতীয় দিবসে কবরহইতে ৪ ৭ উত্থান করিতে হইবে, এই ৰূপ লিপি আছে । এবং র্তাহার নামে যিৰূশালম অবধি করিয়া সমস্ত দেশীয়দের নিকটে মনঃপরিবর্তনের ও পাপমোচনের সুসমা৪৮ চার প্রচার করিতে হইবে । তোমরাও এ সকল বিষ৪৯ য়ের সাক্ষী হও । আরও দেখ, পিতাকর্তৃক যাহা প্রতিজ্ঞাত তাহ পাঠাইয়া দিব ; অতএব যে পৰ্য্যন্তই তোমর স্বৰ্গহইতে ক্ষমতা প্রাপ্ত না হও, তাবৎ যিৰূশ।লম নগরে থাক । ৫ • পরে তিনি তাহাদিগকে বৈথনিয়া পৰ্যন্ত লইয়া গিয়া ৫ ১ হস্ত তুলিয়া আশীৰ্ব্বাদ করিতে লাগিলেন ; এবং আশীৰ্ব্বাদ করিতেই তাহদের হইতে বিভিন্ন হইয়া স্বগে৫২ তে নীত হইলেন । তখন তাহারা তাহাকে ভজনা ক৫৩ রিয়া মহানন্দে যিৰূশালমে প্রত্যাগমন করিল, এবং নিরন্তর মন্দিরে থাকিয়৷ ঈশ্বরের প্রশংসা ও ধন্যবাদ করিতে লাগিল । 277
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।