পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার। ኟዓ> ১৪ ঐ বাক্য মনুষ্যবিতার হইয়া অনুগ্রহ ও সত্যতাতে পরিপূর্ণ হইয়। আমাদের সঙ্গে বাস করিলেন; তাহাতে পিতার অদ্বিতীয় পুত্রের উপযুক্ত যে মহিমা, তাহার ১৫ সেই মহিমা দেখিতে পাইলাম । তাহার বিষয়ে যোহনও প্রচার করিয়৷ এই সাক্ষ্য দিল, “যিনি আমার পরে আসিবেন, তিনি আমাহইতে গুরুতর, যেহেতুক আমার পূর্বে তিনি বর্তমান ছিলেন, যাহার বিষয়ে ১৬ অামি এই কথা কহিয়াছি তিনিই এই । আর র্তাহার পূর্ণতাহইতে আমরা সকলেই উত্তরোত্তর অনুগ্রহ পাই১৭ লাম । মূসাদ্বারা ব্যবস্থা দত্ত হইল, কিন্তু অনুগ্রহ ও ১৮ সত্যত যীশু খ্ৰীষ্টদ্বারা উপস্থিত হইল। আর কোন মনুষ্য ঈশ্বরকে কখনো দেখে নাই, কিন্তু পিতার ক্রেডুস্থিত অদ্বিতীয় পুত্ৰ ভঁাহাকে প্রকাশ করিয়াছেন । ১৯ আর যোহনের ঐ সাক্ষ্য দেওনের বিবরণ এই ; তুমি কে? এই কথা জিজ্ঞাসা করিতে যে সময়ে যিহুদীয় লোকেরা যাজকদিগকে ও লেবিদিগকে যিৰূশমহইতে ২• তাহার কাছে পাঠাইয়। দিল, তৎকালে সে অস্বীকার না করিয়া, আমি অভিষিক্ত ত্ৰাত নহি, ইহা স্বীকার ২১ করিল । তখন তাহারা জিজ্ঞাসিল, তবে তুমি কে ? কি এলিয় ? সে কহিল, না ; তাহাতে তাহারা জিজ্ঞাসিল, তবে তুমি কি সেই ভবিষ্যদ্বক্তা ? সে কহিল, আমি সে ২২ নহি । তখন তাহারা জিজ্ঞাসা করিল, তবে তুমি কে ? আমরা গিয়া প্রেরণকৰ্ত্ত দিগকে তোমার বিষয়ে কি ২৩ বলিব ? আপনার বিষয়ে কি বল ? তখন সে বলিল, “প্রান্তরে এই বাক্যবাদি এক জনের রৰ অাছে, পরমে“শ্বরের পথ সমান কর,” এই কথা যাহার বিষয়ে যি২৪ শয়িয় ভবিষ্যদ্বক্ত। লিখিয়াছিল, আমি সেই । যাহার। 279