পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার। Yo যে দ্বার সে প্রশস্ত, ও যে পথ সে পরিসর ; ও অনেকেই ১৪ তাহ দিয়া প্রবেশ করে । আর স্বৰ্গ গমনের যে দ্বার, সে কেমন সঙ্কীর্ণ ও যে পথ, সে কেমন দুর্গম এবং তাহার উদেশকগরিরা কত অলপ ! ১৫ আর যাহার মেষের বেশে তোমাদের নিকটে আইসে, কিন্তু অন্তরেতে দুরন্ত কেন্দুয়া ব্যায়, এমন মিথ্যা ভবিষ্যদ ১৬ বক্তৃগণ হইতে সাবধান । তোমরা ফলদ্বারা তাহাদিগকে চিনিতে পারিবী ; মনুষ্যের কি কণ্টক বৃক্ষহইতে দ্রাক্ষা ফল, এবং শিয়াল কাটাহইতে ডুমুরফল পাড়িয়া থাকে ? ১৭ সেই প্রকারে উত্তম বৃক্ষে উত্তম ফল ধরে, এবং মন্দ ১৮ বৃক্ষেই মন্দ ফল ধরে । কিন্তু ভাল বৃক্ষে কখনও মন্দ ফল ধরিতে পারে না, এবং মন্দ বৃক্ষে কখনও ভাল ফল ১৯ ধরিতে পারে না । আর যে২ বৃক্ষেতে উত্তম ফল ধরে ২০ না, সে ছিন্ন হইয়া অগ্নিতে নিক্ষিপ্ত হইবে । অতএব তোমরা ফলদ্বারাই তাহাদের পরিচয় পাইবা । ২১ যাহারা আমাকে প্রভূ২ করিয়া বলে, তাহারা সকলে স্বৰ্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি ২২ আমার স্বৰ্গস্থ পিতার ইষ্ট ক্রিয়া করে সেই পাইবে । সেই দিনে অনেকে আমাকে বলিবে, হে প্রভো ২, তোমার নামে আমরা কি ভবিষ্যদ্বাক্য বলি নাই ? ও তোমার নামে কি ভূতদিগকে ছাড়াই নাই ? এবং তোমার নামে কি নান ২৩ প্রকার আশ্চৰ্য্য ক্রিয়া করি নাই ? তখন আমি কহিব, হে দুষ্কৰ্ম্মকারিরা, আমি তোমাদিগকে কখনও জানি না; তোমরা আমার নিকটহইতে দূর হও । ২৪ যে কেহ আমার এই সকল কথা শুনিয়া পালন করে, পাষাণের উপরে গৃহ নিৰ্ম্মাণকারি জ্ঞানবানের সহিত তাহার ২৫ তুলনা দি । কেননা বৃষ্টি বৰিয়া বন্য আসিয়া বায়ু বহিয়৷ 19