পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* br● যোহনলিখিত সুসমাচার। [১ অধ্যায় । প্রেরিত তাহার। ফিন্ধশি লোক । তখন তাহারা জিজ্ঞাসা ২৫ করিল, যদি অভিষিক্ত ত্ৰাতা নহ, ও এলিয় নছ, এবং ঐ ভবিষ্যদ্বক্তাও নহ, তবে লোকদিগকে বাপ্তাইজ করিতেছ কেন ? তাহাতে যোহন উত্তর করিল, আমি জ- ২৬ লেতে বাপ্তাইজ করিতেছি বটে, কিন্তু র্যাহাকে তোমরা জান না, এমন এক জন তোমাদের মধ্যে উপস্থিত আছেন । তিনিই আমার পরে অাইলেও আমাহইতে ২৭ গুরুতর ; র্তাহার পাদুকার বন্ধন খুলিতেও আমি যোগ্য নহি । যদিন নদীর পারস্থ বৈথবারাতে যে স্থানে যোহন ২৮ বাপ্তাইজ করিতেছিল, সেই স্থানে এই সকল ঘটিল । পরদিনে যোহন আপনার নিকটে যীশুকে আসিতে ২৯ দেখিয়া কহিল, জগতের পাপমোচনার্থে (বলিদেয়) ঈশ্বরের মেষশাবককে দেখ ৷ ‘ যিনি তামার পরে অাসি- ৩০ বেন, তিনি আমাহইতে গুরুতর, যেহেতুক আমার পূৰ্ব্বে তিনি বর্তমান ছিলেন, যাহার বিষয়ে আমি এ কথা কহিয়াছি তিনিই এই । আর ইহঁকে আমি চিনিলাম ৩১ না, কিন্তু ইস্রায়েল্ লোকেরা যেন তাহার পরিচয় পায়, এই অাশয়ে আমি জলেতে বাপ্তাইজ করিতে আইলাম । এবং যোহন তার এক প্রমাণ দিয়া কহিল, ৩২ আকাশহইতে কপোতের ন্যায় নামিয়া আত্মাকে ইহার , উপরে অবস্থিতি করিতে দেখিলাম। আর আমি ইহাকে ৩৩ চিনিলাম না বটে, কিন্তু যিনি জলে বাপ্তাইজ করিতে আমাকে প্রেরণ করিলেন, তিনি এই কথা কহিলেন, ‘র্যাহার উপরে আত্মাকে নামিয় অবস্থিতি করিতে দেখিবা, তিনিই পবিত্র আত্মাতে বাপ্তাইজ করবেন। অতএব তাহ দেখিয়া, ইনি যে ঈশ্বরের পুত্ৰ, ইহা ৩৪ প্রমাণ দিতেছি । 280