পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার। ২৮১ ৩৫ পরদিবসে যোহন দুই শিষ্যের সহিত একত্র দাড়াইয়া ৩৬ যীশুকে গমন করিতে দেখিয়া কহিল, ঈশ্বরের মেষশাব৩৭ ককে দেখ । এ কথা শুনিয়া সেই দুই শিষ্য যীশুর ৩৮ পশ্চাৎ গমন করিল। তাছাতে যীশু ফিরিয়। তাহাদিগকে পশ্চাৎ অগসিতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা কিসের তত্ত্ব করিতেছ? তাহারা জিজ্ঞাসিল, হে রকিব, ৩৯ অর্থাৎ হে গুরো, আপনি কোথায় থাকেন ? তাহাতে তিনি কহিলেন, আসিয়া দেখ । তখন তাহারা সঙ্গে ২ গিয়া তাহার বাসস্থান দেখিল ; আর তৃতীয় প্রহর বেল গত হওয়াতে তাহার সে দিবসে র্তাহার সঙ্গে থাকিল । ৪ - যে দুই জন যোহনের বাক্য শুনিয়া যীশুর পশ্চাদগ্ৰামী হইল, তাহদের মধ্যে শিমোন পিতরের ভ্রাতা যে ৪ ১ অান্দ্রিয়, সে গিয়া প্রথমে আপন সহোদর শিমোনের সাক্ষাৎ পাইয়া কহিল, আমরা মশীহ অর্থাৎ অভিষিক্ত ত্ৰাতার সাক্ষাৎ পাইলাম । পরে সে তাহাকে যীশুর ৪২ নিকটে আনিল । তখন যীশু তাহার প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, তুমি মুনসের পুত্র শিমোন, কিন্তু তোমার মমি কৈফ। অর্থাৎ প্রস্তর হইবে । ৪৩ পরদিবসে যীশু গালীলেতে যাইবার মনস্থ করিলে ফিলিপ্‌ নামক ব্যক্তির সাক্ষাৎ পাইয়া কহিলেন, আমার ৪৪ পশ্চাদগামী হও । বৈৎসৈদা নামক যে গ্রামেতে আন্দ্রিয় ও পিতরের বাস ছিল, সেই গ্রামে ঐ ফিলিপের ৪৫ বসতি ছিল । পরে ফিলিপ নিৰ্থনেলের সাক্ষাৎ পাইয়। কহিল, মূসার ব্যবস্থাগ্রন্থে এবং ভবিষ্যদ্বস্তৃগণের গ্রন্থে র্যাহার প্রসঙ্গ লিখিত আছে, আমরা তাহার সাক্ষাৎ ৪৬ পাইলাম ; তিনি যুষফের পুত্র নাসরতীয় যীশু । তখন নিথনেল কহিল, নাসরৎ নগরহইতে কি কোন উত্তম ব্যক্তি 281