পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2、bア 。 যেছিনলিখিত সুসমাচার। [৩ অধ্যায় । যাহা দেখি তাহারই সাক্ষ্য দি ; কিন্তু তোমরা অামাদের সাক্ষ্য গ্রাহ্য কর না । এই জগতের কথা কহিলে তোমরা যদি বিশ্বাস না কর, তবে স্বগের কথা কহিলে কেমন করিয়া বিশ্বাস করিব ? অার যিনি স্বগেতে আছেন এবং স্বৰ্গহইতে নামিলেন, এমন যে মনুষ্যের পুত্র, তাহ ব্যতিরেক কেহ স্বর্গারোহণ করে নাই । এবং মূসা যেৰূপ প্রান্তরে সর্পকে উর্দুে উঠাইল, মনুষ্যপুত্রকেও তদ্রুপ উত্থাপিত হইতে হইবে ; তাহাতে যে কেহ তাহাকে বিশ্বাস করবে, সে বিনষ্ট না হইয়। অনন্ত পরমায়ু পাইবে । ঈশ্বর জগতের প্রতি এমন দয়া করিলেন, যে আপনার অদ্বিতীয় পুত্রকে প্রদান করিলেন ; তাহাতে যে কেহ ভঁ হাতে বিশ্বাস করিৰে, সে বিনষ্ট না হইয়া অনন্ত পরমায়ু পাইবে । জগতের লোকদের দণ্ড করিবার নিমিত্তে ঈশ্বর আপন পুত্রকে ন পাঠাইয়া তাহাদিগকে পরিত্রাণ করিতে প্রেরণ করিলেন । আর যে কেহ তাহাতে বিশ্বাস করে, সে দণ্ডের পাত্র হয় না; কিন্তু যে কেহ বিশ্বাস না করে, সে এখনি দণ্ডের পাত্র হয়, যেহেতুক সে ঈশ্বরের অদ্বিতীয় পুত্রের নামে প্রত্যয় করে না । আর জগতের মধ্যে জ্যোতিঃ প্রকাশ হইয়াছে, কিন্তু মনুষ্যদের কৰ্ম্ম দুষ্ট হওয়াতে তাহার জ্যোতিহইতে অন্ধকারকে ভাল বাসে, ইহা দণ্ডের কারণ হয় । যে জন কুক্রিয় করে, তাহার আচার ব্যবহার যেন দুষিত না হয়, এই নিমিত্তে সে জ্যোতি ঘৃণা করিয়া তাহার নিকটে আইসে না ; > R ^3 X 8 X (t ° () > R >b〜 2 o' R • কিন্তু যে জন সৎকৰ্ম্ম করে, তাহার কৰ্ম্ম সকল ঈশ্বর- ২১ কৃত, তাহ যেন প্রকাশ পায়, এই আশয়েতে সে জ্যোতির নিকটে আইসে । 286