象b-bア যোহনলিখিত সুসমাচার। [৪ অধ্যায় । বাদী, ইহাতে সে স্বাক্ষর করে । যিনি ঈশ্বরের প্রে- ৩৪ রিত, তিনি ঈশ্বরের কথাই কহেন, যেহেতুক ঈশ্বর তাহাকে অপরিমিত ৰূপে আত্মা দিয়াছেন । পিতা পুত্রকে ৩৫ সুেহু করিয়া তাহার হস্তে তাবৎ বিষয় সমৰ্পণ করিয়াছেন । যে কেহ পুত্রের প্রতি বিশ্বাস করে, তাহার ৩৬ অনন্ত পরমায়ু হয় ; যে কেহ পুত্রকে না মানে, সে পরমায়ুর দর্শন পায় না, কিন্তু ঈশ্বরের ক্ৰোধপাত্র হইয়া থাকে । ৪ অধ্যায় । ১ শোমিরোণীয় স্ত্রীর প্রতি স্ত্রীষ্টের উপদেশ কথা ২৭ ও নগরে গ্রীষ্টের বিষয়ে সম্বাদ দেওন ৩১ ও শিষ্যদের প্রতি খুঁষ্টের কথা ৩৯ ও নগরহইতে আসিয়া লোকদের স্ট্রীষ্টেতে ৰিশ্বাস করণ ৪৩ ও গালীলু দেশে গ্রীষ্টের গমন ৪১ ও কফনাহুমে রাজসভাসদ লোকের পুত্রকে সুস্থ করণ । যীশু আপনি বাপ্তাইজ করিলেন না, কেবল র্তাঙ্কায় ১ শিষ্যগণ করিল ; কিন্তু তিনি যোহনহইতে অধিক শিষ্য ২ করেন এবং বাপ্তাইজ করেন, ফিৰূশিরা এমন সংবাদ পাইয়াছিল, ইহা প্রভু অবগত হইলে যিহুদ। প্রদেশ ৩ ত্যাগ করিয়া পুনৰ্ব্বার গালীলেতে গমন করিলেন । তাহাতে শোমিরোণ প্রদেশের মধ্যদিয়া তাহাকে যা- ৪ ইতে হইলে, যাকুব আপন পুত্ৰ যুষফকে যে ভূমি দান ৫ করিয়াছিল, তাহার নিকটবৰ্ত্তী শোমিরোণ প্রদেশের শিখিম নামক নগরের নিকটে উপস্থিত হইলেন । সেই ৬ স্থানে যাকুবরুত এক কুপ ছিল । তৎকালে দুই প্রহর বেলা হওয়াতে তিনি পথশ্রান্ত হইয়া ঐ কূপের পাশ্বের্ণ বসিলেন । ইতোমধ্যে এক শোমিরোণীয় স্ত্রী জল ভূ- ৭ লিবা রজন্যে আইল; তাহাতে যীশু তাহাকে কহিলেন, 288
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।