পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*్చ సిరి যোহন লিখিত সুসমাচার। [৪ অধ্যায় । কহিলেন, “আমার স্বামী নাই, এ কথা ভাল কহিল ; কেননা তোমার পাচ স্বামী হইয়াছে, আর এই ক্ষণে যে ১৮ তোমার সহিত থাকে, সে তোমার স্বামী নয় ; এ কথা সত্য কহিলা । তখন ঐ স্ত্রী কহিল, হে মহাশয়, আ- ১৯ পনি এক জন ভবিষ্যদ্বক্তা, তাহা বুঝিলাম । আমাদের ২৭ পিতৃলোকের। এই পৰ্ব্বতে ভজনা করিত; কিন্তু তাপনারা বলেন, যিৰূশালম নগরে ভজনা করিবার উপযুক্ত স্থান আছে । যীশু কহিলেন, হে নারি, অামার কথায় ২১ বিশ্বাস কর ; যে সময়ে তোমর। (কেবল) এই পৰ্ব্বতে কিম্বা যিৰূশালম নগরে পিতার ভজনা করিব না, এমন সময় আসিতেছে । তোমরা কাহার ভজন কর, তাহ ২২ জান না ; কিন্তু আমরা যাহাকে ভজনা করি তাহাকে জানি, যেহেতুক যিহুদীয় লোকদের মধ্যহইতেই পরিত্ৰাণ হয় । কিন্তু যে সময়ে প্রকৃত ভক্তেরা আত্মা দিয়া ২৩ সত্যৰূপে পিতার ভজনা করিবে, এমন সময় তা সিতেছে, বরঞ্চ এখনও বর্তমান আছে; এবং পিতা এতদ্রুপ ভক্তদিগকেই চেষ্টা করেন । ঈশ্বর আত্মাই ; আর র্ত - ২৪ হার ভজনা করিতে গেলে আত্মা দিয়া সত্যৰূপে ভজন। করিতে হয় । তখন সে স্ত্রী কহিল, খ্রীষ্ট নামে বি- ২৫ খ্যাত অভিষিক্ত ত্ৰাত আসিবেন, তাহা জানি, তার তিনি আসিয়৷ তামোদিগকে সকল কথা জ্ঞাত করিবেন। তাহাতে যীশু কহিলেন, তোমার সহিত কথোপকথন ২৬ করিতেছি যে আমি, আমিই সেই ব্যক্তি । ইতোমধ্যে শিষ্যগণ আসিয়া সে স্ত্রীলোকের সহিত ২৭ র্তাহার কথাবার্তা কহনেতে আশ্চৰ্য্য জ্ঞান করিল, তত্ৰাপি আপনি কি চাহেন, কিম্বা কি জন্যে ইহার স হিত কথাবাৰ্ত্ত কহেন ? ইহা কেহই জিজ্ঞাস। করিল 290