পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* : B যোহনলিখিত সুসমাচীর । [৫ অধ্যায়। তখন আমাকে পুষ্করিণীতে নামাইয় দেয়, আমার এমন কেহই নাই; তাহাতে আমার যাওন কালে আর কোন জন গিয়া অগ্রে নামে । তখন যীশু কহিলেন, উঠ, তোমার শয্যা তুলিয়া লইয়া চল । সে তৎক্ষণাৎ সুস্থ হইয়। শয্যা তুলিয়া লইয়া চলিল; কিন্তু সে দিন বিশ্রামবার । তাহাতে যিহুদীয়ের সুস্থ ব্যক্তিকে কহিল, অদ্য বিশ্রামবার, শয্যা তুলিয়া লইয়া যাওয়া কৰ্ত্তব্য নয় । তাহাতে সে উত্তর করিল, যিনি আমাকে সুস্থ করিলেন, তিনিই শয্যা তুলিয়া লইয়া চলিতে আজ্ঞা করিলেন । তখন তাহার জিজ্ঞাসা করিল, শয্য। তুলিয়া লইয়। চলিতে যে আজ্ঞা করিল সে কে ? কিন্তু সে কে, তাহা সুস্থ ব্যক্তি জানিল না, কারণ সে স্থানে জনতা হওয়াতে যীশু স্থানান্তরে গিয়াছিলেন । পরে যীশু মন্দিরেতে তাহার সাক্ষাৎ পাইয়া কহিলেন, দেখ, এখন সুস্থ হইল ; যেন অধিক দুর্দশা না ঘটে, এই জন্যে আর পাপকৰ্ম্ম করিও না । তাহাতে সে ব্যক্তি গিয়া যিহুদীয়দিগকে কহিল, যিনি আমাকে আরোগী করিয়াছেন, তিনি যীশু । তাহাতে যীশু বিশ্রামবারে এই কৰ্ম্ম করিয়াছেন, সেই নিমিত্তে যিহুদীয়ের তাহাকে তাড়না করিয়া বধ করিতে চেষ্টা করিল ৷ যীশু তাহাদিগকে কহিলেন, আমার পিতা অদ্য পৰ্য্যন্ত কাৰ্য্য করিয়া থাকেন, এবং আমিও তন্মত করি । তাহাতে বিহুদীয়ের তাহাকে বধ করিতে আরও চেষ্টা করিল ; যেহেতুক বিশ্রামবারকে অমান্য করিলেন, তাহ কেবল নয়, অধিকন্তু ঈশ্বরকে আপন পিতা বলিয়। অপনাকেও ঈশ্বরের তুল্য করিলেন। পরে যীশু কহিলেন, অামি তোমাদিগকে অতি যথার্থ কহিতেছি, পিতাকে 294 To o > R > N○ > 8 > (t Y &) > * > b・ 2 o'