পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* なや যোহনলিখিত সুসমাচার। [৫ অধ্যায় । হইবে । তাহতে যাহার। সৎকৰ্ম্ম করিয়াছে, তাহার। উঠিয়া পরমায়ু প্রাপ্ত হইবে ; এবং যাহারা কুকৰ্ম্ম করিয়াছে, তাহারা উঠিয়৷ দণ্ড প্রাপ্ত হইবে । আমি আপনাহইতে কিছু করিতে পারি না ; যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার প্রকৃত ; আমি আপন ইষ্ট চেষ্ট না করিয়৷ প্রেরণকৰ্ত্ত পিতার ইষ্ট চেষ্টা করি । তার আপনার বিষয়ে যদি আপনি সাক্ষ্য দি, তবে সে সাক্ষ্য গ্রাহ হয় না । কিন্তু আমার বিষয়ে অন্য এক জন সাক্ষ্য দিতেছেন ; এবং তামার বিষয়ে তাহার সাক্ষ্য যে সত্য, ইহাও আমি জানি । তোমরা যোহনের নিকটে লোক প্রেরণ করিলে সে সত্য কথার বিষয়ে সাক্ষ্য দিল । মনুষ্যহইতে আমি সক্ষ্যের অপেক্ষা করি না ; তথাচ তোমরা যেন পরিত্রাণ পাও, তন্নিমিত্তে এ কথা কহিতেছি । যোহন দেদীপ্যমান । তজস্কর দীপস্বৰূপ ছিল, এবং তোমরা অলপ কাল তাহার জ্যোতিতে আনন্দ করিতে সম্মত ছিল । কিন্তু যোহনের সাক্ষ্যহইতেও আমার গুরুতর সাক্ষ্য আছে; পিত যে আমাকে প্রেরণ করলেন, ইহাতে তিনি যে২ কৰ্ম্ম সমাপ্ত করিতে আমাকে ক্ষমত দিয়াছেন, অর্থাৎ যে২ কৰ্ম্ম অমি করিতেছি, তাহণই তামার বিষয়ে সাক্ষ্য দিতেছে । আর যে পিতা আমাকে প্রেরণ করিয়াছেন, তিনি তাপনিও আমার বিষয়ে সাক্ষ্য দিয়াছেন ; তাহার কথা তোমরা কখনো শুন নাই, এবং তাহার ૨ ૭ -9 ) ご* Nう? ৰূপ দেখ নাই ; এবং তাহার বচন তোমাদের অন্তরে ৩৮ স্থান পায় নাই; যেহেতুক যাহাকে তিনি পাঠাইলেন, তামরা তাহাকে বিশ্বাস কর না । ধৰ্ম্মপুস্তকের কথা ৩৯ 296 -