পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ অধ্যায় ।] যেহনলিখিত সুসমাচার। ২১৭ আলোচনা কর; সে কথাদ্বারা যে অনন্ত পরমায়ু পাইবা, তোমাদের এমন বোধ আছে ; সেই ধৰ্ম্মপুস্তকও ৪ ৩ আমার বিষয়ে সাক্ষ্য দিতেছে । তথাপি তোমরা পরমামু প্রাপ্তির নিমিত্তে আমার নিকটে আসিতে চাহ না । ৪১ অামি মনুষ্যদের নিকটহইতে প্রশংসা গ্রাহ করি না । ৪২ কিন্তু আমি তোমাদিগকে জানি, তোমাদের অন্তরে ৪৩ ঈশ্বরের প্রেম নাই । আমি আপন পিতার নামে আ|সিয়াছি, তথাপি আমাকে গ্রাহ কর না ; কিন্তু কেহ যদি আপন নামেতে আইসে, তবে তাহাকে গ্রাহা করিব । ৪ ৪ অদ্বিতীয় ঈশ্বরহইতে প্রশংসা চেষ্টা না করিয়া কেবল পরস্পর প্রশংসা গ্রাহ করিতেছ যে তোমরা, তোমর। ৪৫ কি রূপে বিশ্বাস করিতে পার ? আমি পিতার নিকটে তোমাদের অপবাদ করিব, ইহা ভাবিও না ; যাহার উপরে তোমাদের নির্ভর, সেই মূসাই তোমাদের অপ৪৬ বাদক হয়। যদি তোমরা মূসাকে বিশ্বাস করিতা, তবে আমাকেও বিশ্বাস করিত ; যেহেতুক সে আমার বি৪ ৭ ষয়ে লিখিয়াছে । কিন্তু তাহার লিখনে যদি প্রত্যয় ন৷ কর, তবে অামার কথায় কি প্রকারে প্রত্যয় করিব ? ৬ অধ্যায়। ১ গ্রীটের সমুদ্র পার হওন ও পাঁচ রুট ও দুই মৎস্যদ্বারা পাঁচ সহস্ৰ লোককে ভোজন করাওন ১১ ও জলের উপরে গ্রীষ্টের পদবুজে গমন ২ ২ ও অনেক লোক তাহার নিকটে আইলে তাহাদের প্রতি উপদেশ করণ ৪১ ও আপনাকে ভক্ষ্যস্বরূপ দেওন ৫২ ও বিবাদি যিহুদীয়দের প্রতি প্রজুত্তির ১০ ও তাঁহাকে অনেক লোকদের ত্যাগ করণ ৬৬ ও প্রেরিডদের স্থির থাকন। ১ তদনন্তর যীশু গালীল প্রদেশীয় তিবিরিয়া নামক হ্রদ ২ পার হইয় গেলেন । পরে ব্যাধিত লোককে সুস্থ 297