পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যায়।] মথিলিখিত সুসমাচার। R? ৩ কহিল, হে প্রভো, আমার এক দাস পক্ষাঘাত ব্যাধিতে ৭ অতি ব্যথিত হইয়৷ গৃহে শয্যাগত আছে । তখন যীশু তাহাকে কহিলেন, আমি গিয়া তাহাকে সুস্থ করিব । ৮ তাহাতে সে শতসেনাপতি উত্তর করিল, হে প্রভো, আপনি যে আমার গৃহমধ্যে পদার্পণ করেন, আমি এমন যোগ্যপাত্র নহি ; কথামাত্র আজ্ঞা করুণ, তাহাতেই আমার ৯ দাস সুস্থ হইবে । যেহেতুক আমি আপনি পরাধীন হইলেও আমার অধীন যে সেনাগণ আছে, তাহদের এক জনকে যাও বলিলে সে যায়; এবং অন্যকে আইস বলিলে সে আইসে ; আর আমার নিজ দাসকে ‘এই কৰ্ম্ম কর, ১০ বলিলে সে তাহ করে । তখন যীশু তাহার এই কথা শুনিয়া আশ্চৰ্য্য জ্ঞান করিলেন ; এবং আপনার পশ্চাদ গামি লোকদিগকে কহিলেন, তোমাদিগকে যথার্থ কহিতেছি, ইস্রায়েল লোকদের মধ্যেও এমন বিশ্বাস ১১ পাই নাই । আর আমি তোমাদিগকে কহিতেছি, অনেকে পূৰ্ব্ব ও পশ্চিমহইতে আসিয়া ইব্রাহীম ও ইসহাক ও ১২ যাকুবের সহিত স্বৰ্গরাজ্যে একত্র বসিবে ; কিন্তু যে স্থানে ক্ৰন্দন ও দন্তঘর্ষণ হয়, সেই বহির্ভূত অন্ধকারে রাজ্যের ১৩ সন্তানের নিক্ষিপ্ত হইবে । পরে যীশু সেই শতসেনাপতিকে কহিলেন, যাও, তোমার প্রত্যয়ানুসারে মঙ্গল হউক ; তাহাতে তদণ্ডেই তাহার দাস সুস্থ হইল । ১৪ অনন্তর যীশু পিতরের গৃহে উপস্থিত হইয়। জ্বরেতে ১৫ পীড়িত শয্যাগত তাহার শ্বশ্রীকে দেখিলেন । পরে তিনি তাহার হস্ত স্পর্শ করাতে জ্বরত্যাগ হইল, তখন সে উঠিয়৷ তাহাদের সেবা করিতে লাগিল । ১৬ অপর সন্ধ্যাকাল উপস্থিত হইলে অনেক২ ভূতগ্রস্ত লোককে র্তাহর নিকটে আনিলে তিনি কথাদ্বারাই ভত 21