পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার। Nరిగి (t ১২ তিনি কোথায় ? তাহাতে লোকদের মধ্যে র্ত হার বিষয়ে নানা প্রকার বাদানুবাদ হইতে লাগিল । কেহ২ কহিল, তিনি উত্তম লোক ; কেহ২ বলিল, তাহ নয়, ১৩ বরং লোকদের ভ্রান্তি জন্মাইতেছে ; কিন্তু যিহুদীয়দের ভয়েতে কেহ তাহার পক্ষে সাহসে কহিল না । ১ ৪ অনন্তর পর্বের মধ্যসময়ে যীশু মন্দিরে গিয়া উপ১৫ দেশ দিতে লাগিলেন । তাহাতে যিহুদীয় লোকের অশ্চৰ্য্য জ্ঞান করিয়া কহিল, এ মনুষ্য অধ্যয়ন না করিয়া ১৬ কি প্রকারে এমত পণ্ডিত হইয়। উঠিল ? তখন র্যীশু উক্তর করিলেন, এই উপদেশ আমার নিজের নহে, কিন্তু ১৭ যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার । যে জন তাহার অভিমত কৰ্ম্ম করিবে, আমার উপদেশ আমাহইতে হয় কি ঈশ্বরহইতে হয়, সে জন তাহ জানিতে পরিবে । ১৮ যে জন আপনাহইতে কহে, সে আপনার সন্তুম চেষ্টা করে; কিন্তু যিনি প্রেরণকৰ্ত্তার সন্তুম চেষ্টা করেন, তিনি ১৯ সত্যবাদী ও র্তাহাতে কোন অধৰ্ম্ম নাই । মূসা তোমাদিগকে ব্যবস্থাগ্রন্থ কি দেয় নাই ? কিন্তু তোমাদের কেহই সে ব্যবস্থা পালন করে না ; আমাকে বধ করিতে ২ • কেন চেষ্টা কর ? তখন লোকেরা কহিল, তুমি ভূতগ্ৰস্ত, ২১ তোমাকে বধ করিতে কে চেষ্টা করে ? তাহাতে যীশু উত্তর করিলেন, আমি এক কৰ্ম্ম করিলাম, তাহাতে ২২ তোমরা সকলেই আশ্চর্য বোধ করিতেছ। মূসা তোমাদিগকে ত্বকছেদের বিধি দিয়াছে; তাহ কিছু মূসাइड्रेड इहेब्बारह 4भन नग्न, दिन्छ शूश्विक्रवइद्देव्ड हैয়াছে; তাহাতে বিশ্রমবারেও মনুষ্যের ত্বকছেদ করি২৩ তেছ । অতএব বিশ্রামবারে মনুষ্যের ত্বকছেদ করিলে যদি মূসার ব্যবস্থার লঙ্ঘন না হয়, তবে আমি যে 305