পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ర్ళిరి যোহনলিখিত সুসমাচার । [৮ অধ্যায়। তামি কাহারো বিচার করি না । কিন্তু যদি বিচার করি, তবে আমার সে বিচার গ্রাহা ; কেননা আমি একাকী নহি, প্রেরণকৰ্ত্ত। পিতা আমার সঙ্গে আছেন । অণর দুই জনের সাক্ষর কথা গ্রাহ হয়, ইহা তোমাদের ব্যবস্থাতে লিখিত আছে । তামি আপনার বিষয়ে অাপনি সাক্ষ্য দিতেছি, আর আমার পিতা যিনি তামাকে প্রেরণ করিলেন, তিনিও আমার বিষয়ে সাক্ষ্য দিতেছেন । তখন তাহার জিজ্ঞাসিল, তোমার পিতা কোথায় ? তাহাতে ধীশু উত্তর করিলেন, তোমরা আমাকে জান না, ও অামার পিতাকেও জান না ; যদি আমাকে জানিতা, তবে অামার পিতাকেও জানিত৷ ৷ যীশু মন্দিরে উপদেশ দিয়া ভাণ্ডারাগারে এই সকল কথা কহিলেন; তথাচ কেহ তাহাকে ধরিল না, কেনন তৎকালে র্তাহার সময় উপস্থিত হয় নাই । তদনন্তর যীশু পুনশ্চ কছিলেন, আমি প্রস্থান করি ; তোমরা আমাকে অন্বেষণ করিবা, কিন্তু নিজ পাপে মরিবা ; আমি যে স্থানে যাইব, সে স্থানে তোমরা যাইতে পারিবা ন । তখন যিহুদীয়ের বলিল, এই ব্যক্তি কি আত্মঘাতী হইবে ? কেননা আমি যে স্থানে যাইব, সে স্থানে তোমরা যাইতে পারিবা না, এমন কথা ক > ペ) > > ケ* X >

  • >

R. R. হিতেছে । তাহাতে যীশু তাহাদিগকে কহিলেন, তোমরা ২৩ অধঃস্থানের লোক, আমি উদ্ধৃস্থানের ; তোমরা এ জ গৎসম্বন্ধীয়, আমি এই জগৎসম্বন্ধীয় নহি । এই জন্যে ২ ৪ কহিলাম, তোমরা নিজ পাপে মরিব ; কেননা আমি সেই ব্যক্তি, ইহা যদি বিশ্বাস না কর, তবে নিজ পাপে মরিব । তখন তাহার জিজ্ঞাসা করিল, তুমি কে ? তাহাতে যীশু কহিলেন, র্যাহার বিষয়ে আমি প্রথমে 310 R (t