পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায়।] যেtহনলিখিত সুসমাচার। ❖ጫ পুনৰ্ব্বার শুনিতে চাহ ? তোমরাও কি তাহার শিষ্য ২৮ হইতে বাঞ্ছা কর ? তখন তাহার। তাহাকে তিরস্কার করিয়া কহিল, তুই তাহার শিষ্য; আমরা মূসার শিষ্য । ২৯ মূসার প্রমুখাৎ ঈশ্বর বলিলেন, ইহা জানি; কিন্তু এ ৩০ কোথাকার লোক, তাহ জানি না । সে কহিল, তিনি আমার চক্ষুঃ প্রসন্ন করিলেন, তথাপি তিনি কোথাকার লোক, তাহা তোমরা জান না, এ আশ্চৰ্য্য বটে। ৩১ ঈশ্বর পাপিদের কথা শুনেন না, কিন্তু যে জন তাহার প্রতি ভক্তি করিয় তাহার ইষ্ট ক্রিয় করে, তাহারই ৩২ কথা শুনেন, ইহা আমরা জানি । কোন মনুষ্য জন্মান্ধকে চক্ষু দিয়াছে, জগতের আরম্ভাবধি এমন কথা কে৩৩ হ কখনো শুনে নাই । অতএব ইনি যদি ঈশ্বরহইতে ন হইতেন, তবে এমন কোন কৰ্ম্ম করিতে পারিতেন ৩৪ না । তাহার উত্তর করিল, সম্পূর্ণ পাপেতে জন্ম পাইয়াছি, তুই কি আমাদিগকে শিক্ষা দিতেছিস্ ? পরে তাহারা তাহাকে বাহির করিয়া দিল । ৩৫ অনন্তর যিহুদীয়ের সে ব্যক্তিকে বহির্ভূত করিয়াছে, যীশু এমত সংবাদ শুনিলে পর তাহার সাক্ষাৎ পাইয়। তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি ঈশ্বরের পুত্ৰেতে ৩৬ বিশ্বাস করিতেছ? তখন সে উত্তর করিল, হে প্রভো, ৩৭ তিনি কে ? আমি যেন তাহাতে বিশ্বাস করি । তাহাতে যীশু কহিলেন, র্ত হাকে দেখিতেছ, তোমার সহিত যিনি ৩৮ কথোপকথন করিতেছেন, তিনিই সেই । তখন হে প্রভো, বিশ্বাস করি, ইহা বলিয়। সে র্তাহাকে প্রণাম করিল ৷ ৩৯ পরে যীশু কহিলেন, চক্ষুদ্বীনেরা যেন চক্ষু পায়, এবং চক্ষুবিশিষ্টের যেন অন্ধ হয়, এই অভিপ্রায়ে আমি ৪ - জগতে আসিয়াছি । ইহা শুনিয়া নিকটবর্তি কএক জন 317