পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NóᎼb~ যোহনলিখিত সুসমাচার। [১০ অধ্যায় । ফিৰূর্শী কহিল, আমরাও কি অন্ধ ? তখন র্যীশু কহি- ৪ ১ লেন, যদি অন্ধ হইতা, তবে তোমাদের পাপ থাকিত ন ; কিন্তু দেখিতে পাইতেছি, এই কথা বলাতে তোমাদের পাপ থাকে । ১ e আধ্যায় । ১ গ্রীটের আপনাকে মেমলিয়ের দ্বারস্বরূপ দেখাওন ১ ও তাহার তাৎপৰ্য্য ১১ ও আপনাকে মেষপালকস্বরূপ দেখাওন ১৯ ও গ্রীষ্টের বিষয়ে যিহুদীয়দের বিবাদ ২২ ও লোকদিগকে উপদেশ করণ ৩৯ ও যদন নদী তীরে গমন । অামি তোমাদিগকে অতি যথার্থ কহিতেছি, যে জন ১ দ্বার দিয়া প্রবিষ্ট না হইয়। আর কোন ৰূপে মেষ।লয়ে প্রবেশ করে, সেই চোর এবং দসু্য । এবং যে ২ দ্বার দিয়। প্রবেশ করে সেই মেষপালক । দ্বারী তা- ৩ হাকে দ্বার খুলিয়া দেয়, এবং মেষগণও তাহার রব শুনে ; এবং সে আপনার মেষ সকলকে স্ব২ নামে ডাকিয় বাহির করিয়া লইয়া যায় । আর আপনার মেষ- ৪ গণ বাহির করণ সময়ে আপনি অগ্রসর হইয়া গমন করে ; তাহাতে মেষগণ তাহার রব বুঝে, এই প্রযুক্ত তাহার পশ্চাৎ চলে । কিন্তু পরের রব বুঝিতে না ৫ পারাতে তাহার পশ্চাদগামী কখনও হইবে না, বরং তাহার নিকটহইতে পলায়ন করিবে । যীশু তাহাদিগকে এই দৃষ্টান্তকথা কহিলেন, কিন্তু ৬ তাহার উক্ত কথার তাৎপৰ্য্য তাহারা বুঝিল না । এ ৭ জন্যে যীশু পুনর্বার কহিলেন, আমি তোমাদিগকে অতি যথার্থ কহিতেছি, আমিই মেষালয়ের দ্বার । আম দিয়া যে সকলে আইসে নাই, তাহার। চোর ৮ ও দ্যু, আর মেষগণ তাহদের কথা শুনে নাই । 3.18