পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\S)、 যেহেনলিখিত সুসমাচার । [১১ অধ্যায় । পরে মরিয়ম্ ও তাহার ভগিনী মর্থ যে বৈথনিয়া ১ গ্রামে বাস করে, ঐ গ্রামে ইলিয়াসর নামে এক জন পীড়িত ছিল । যে মরিয়ম প্রভুকে সুগন্ধি তৈল মাখ- ২ ইয়া আপন কেশ দিয়া র্তাহার চরণ মুছিয়া দিল, তাহার ভ্রাতা ঐ পীড়িত ইলিয়াসর । অপর হে প্রভো, ৩ দেখ, আপনি যাহাকে প্রেম করেন, সেই জন পীড়িত আছে, তাহার ভগিনীরা তাহার নিকটে এই কথা কহিয়া পাঠাইল । তখন র্যীশু এ সমাচার শুনিয়া ক- ৪ ছিলেন, এ পীড়া সাংঘাতিক নয়, কিন্তু ঈশ্বরের মহিমার নিমিত্তে ও ঈশ্বরের পুত্রের মহিমা প্রকাশের নিমিত্তে হইয়াছে । যীশু যদ্যপি মর্থ ও তাহার ভগিনী এবং ইলিয়াসরকে প্রেম করিতেন, তত্ৰাপি ইলিয়াস- ৬ রের পীড়ার কথা শুনিয় যে স্থানে ছিলেন, ঐ স্থা - নেই আর দুই দিবস রছিলেন । পরে তিনি শিষ্যদিগকে কহিলেন, তাইস, আমরা ৭ পুনৰ্ব্বার যিহুদী প্রদেশে যাই । তাহাতে শিষ্যের উ- ৮ ভর করিল, হে গুরো, অল্প দিন হইল যিহুদীয়ের তোমাকে প্রস্তরাঘাত করিতে উদ্যত হইল, তথাচ কি আরবার সে স্থানে যাইবেন ? যীশু উত্তর করিলেন, এক ৯ দিনে কি বারো ঘড়ী হয় না ? দিবসে গমন করিলে কেহ উছোট খায় না, কেননা সে এই জগতের দীপ্তি পায়; কিন্তু রাত্রিতে গমন করিলে উছোট খায়, যে- ১ • হেতুক তাহতে দীপ্তিমাত্র নাই । এই কথা কহিয়া তি- ১১ নি তাহাদিগকে কহিলেন, আমাদের বন্ধু ইলিয়াসর নিদিত হইয়াছে, এখন তাহাকে নিদ্রাহইতে জাগ্রৎ করিভে যাই । যীশু মৃত্যুর বিষয়ে এই কথা কছিলেন, কি ১২ হু সমান্য নিদ্রার বিষয়ে কহিলেন, ইহা বোধ করিয়া 322 (t