পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার। ৩২৭ ১ অপর নিস্তারপর্বের ছয় দিবস থাকিতে যীশু যে মত ইলিয়াসরকে কবরহইতে উত্থান করাইয়াছিলেন, তাহার ২ বাসস্থান বৈথনিয়। গ্রামে আইলেন । সে স্থানে তাহার নিমিত্তে রাত্রিতে ভোজ প্রস্তুত করিলে মর্থ পরিবেষণ করিল, এবং ইলিয়াসর র্তাহার সঙ্গিদের সহিত ভোজ৩ নাসনে উপবিষ্ট হইল। তখন মরিয়ম অৰ্দ্ধসের বহুমূল্য সুগন্ধি তৈল আনিয়া যীশুর চরণে মর্দন করিয়া আপন কেশদ্বারা মুছিতে লাগিল ; তাহাতে তৈলের সেী৪ রভেতে গৃহ আমোদিত হইল । তখন যীশুকে শতুহস্তে সমর্পণ করিবে, এমন যে শিমোনের পুত্র ঈস্করিয়ে৫ তীয় যিহুদী নামক শিষ্য, সে কহিল, এই তৈল কেন তিন শত সিকিতে বিক্রীত হইল না ? এবং তাহার 变 ৬ ল্য দরিদ্রদিগকে কেন দেওয়া গেল না ? সে যে দরিদ্র লোকদের জন্যে ভাবিত হইল তাহ নয় ; কিন্তু সে নিজে চোর, আর তাহারি নিকটে টাকার থলী থাকাতে তন্মধ্যে যাহ থাকিত তাহ হরণ করিত, এই জ৭ ন্যে এ কথা কহিল । তখন যীশু কহিলেন, উহাকে থাকিতে দেও, আমার কবর দেওনের দিনের নিমিত্তে তা৮ ছ। রাখিয়াছে । দরিদ্রেরা তোমাদের নিকটে সতত থাকে, কিন্তু আমি তোমাদের নিকটে সতত থাকি না । ৯ পরে ধীশু সেই স্থানে আছেন, এই সংবাদ জ্ঞাত হইয়। অনেক ২ যিহুদীয়ের তাহাকে, আর যাহাকে । কবরহইতে উথাপন করিয়াছিলেন, সেই ইলিয়াসরকে ১ - দর্শন করিতে সেই স্থানে আইল । পরে প্রধান যাজকেরা সেই ইলিয়াসরকেও সংহার করিতে মন্ত্রণ ক১ ১ রিল, কেননা তাহাদ্বারা অনেক যিহুদীয়ের যাইয়। ধী শুতে বিশ্বাস করিল। 327