পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○。 যোহনলিখিত সুসমাচার । [১৩ অধ্যায়। অপর নিস্তার পর্বের পূর্বে পৃথিবীহইতে পিতার কা- ১ ছে আপন গমন সময় সন্নিকট হহল, ইহা জ্ঞাত হইয়। যীশু এই জগন্নিবাসি যে আত্মীয় লোকদিগকে প্রেম করিয়া অসিতেছেন, তাহাদিগকে শেষ পৰ্যন্তও প্রেম করিলেন । আর শয়তান যে র্তাহাকে শত্রহস্তে সমর্পণ ২ করিবার জন্যে শিমোনের পুত্র ঈস্করিয়োতীয় যিহুদার অন্তঃকরণে কুপ্রবৃত্তি দিয়াছে, এবং পিতা যে র্তাহার হস্তে ৩ সমস্তই সমৰ্পণ করিয়াছেন, এবং আপনি যে ঈশ্বরের নিকটহইতে আসিয়াছেন এবং ঈশ্বরের নিকটে যাইবেন, এ সকল জ্ঞাত হইয়। রাত্রিভোজন সময়ে যীশু ভোজ- ৪ নাসনহইতে উঠিয়া গাত্রবস্ত্র খুলিয়া এক খান গামছা লইয়৷ তদুরা আপনার কটি বন্ধন করিলেন । পরে এক ৫ প্রক্ষালনপাত্রে জল ঢালিয়া শিষ্যদের পাদ প্রক্ষালন করিয়া ঐ কটিবন্ধনের গত্রিমার্জনীদ্বারা মুছিতে লাগিলেন । তাহাতে শিমোন পিতরের নিকটে আইলে সে ৬ কহিল, হে প্রভো, আপনি কি আমার পদ প্রক্ষালন করিবেন ? যীশু কহিলেন, আমি যাহা করিতেছি, তাহ ৭ সম্প্রতি জান না, কিন্তু পশ্চাৎ জানিবা । তাহাতে পি- ৮ তর কহিল, আপনি কখনও আমার পাদ প্রক্ষালন করিতে পাইবেন না । যীশু উত্তর করিলেন, যদি তোমার প্রক্ষালন না করি, তবে অামাতে তোমার কোন অংশ নাই । তখন শিমোন পিতর কহিল, হে প্রভো, ৯ তবে পাদ কেবল নয়, অামার হস্ত ও মস্তক পৰ্য্যন্ত প্রক্ষালন করুন । তাহাতে যীশু কহিলেন, যে জন ধোঁ- ১ • ত হইয়াছে, সৰ্ব্বাঙ্গ পরিস্কৃত হওয়াতে চরণ ব্যতিরেকে তাহার অন্য প্রক্ষালনের অপেক্ষী থাকে না । তোমরা পরিস্কৃত হইল৷ বটে, কিন্তু সকলে নহ; কেননা যে জন ১১ 332