পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার। N○○○ র্তাহীকে পরহস্তগত করিবে, তাহকে তিনি জানিলেন ; অতএব তোমরা সকলে পরিস্কৃত নহ, এ কথা কহিলেন । ১২ এই প্রকারে যীশু তাহদের পাদ প্রক্ষালন করিয়৷ বস্ত্র পরিধান পূর্বক পুনৰ্ব্বার আসনে বসিয়া কহিলেন, আমি তোমাদের প্রতি কি কৰ্ম্ম করিলাম, তাহ জান ? ১৩ তোমরা আমাকে গুরু ও প্রভু করিয়া বলিয়া থাক ; ১৪ তাহ৷ সত্যই বল, কেননা আমি তাছাই বটি । যদি আমি প্রভু ও গুরু হইয়া তোমাদের পাদ প্রক্ষালন করিলাম, তবে তোমাদেরও পরস্পর পাদ প্রক্ষালন করণ ১৫ উচিত । আমি তোমাদের প্রতি যে প্রকার ব্যবহার করিলাম, তোমরাও যেন তন্দ্রপ কর, এই জন্যে তোমা১৬ দিগকে এক উদাহরণ দেখাইলাম । আমি তোমাদিগকে অতি যথার্থ কহিতেছি, কৰ্ত্তাহইতে দাস বড় নয়, ১৭ এবং প্রেরকহইতে প্রেরিত বড় নয় । এই কথা বুঝিয়। ১৮ যদি কৰ্ম্ম কর, তবে তোমরা ধন্য হইবা । তোমাদের সকলের বিষয়ে এ কথা কহিতেছি তাহা নয় ; যাহারণ অামার মনোনীত, তাহাদিগকে আমি জানি ; কিন্তু “যে জন অামার রুটী আহার করে, সে অামার বি“রুদ্ধে পাদমূল উঠায়,” এই যে ধৰ্ম্মপুস্তকের বচন, তদ১৯ নুসারে অবশ্য ঘটিবে । আমি সেই ব্যক্তি, ইহাতে যেন তোমাদের বিশ্বাস হয়, এই জন্যে এমন ঘটনের ২ - পূর্বে আমি এখন তোমাদিগকে কহিলাম । অামি তোমাদিগকে অতি যথার্থ কহিতেছি, যে জন আমার কোন প্রেরিত ব্যক্তিকে গ্রাহ করে, সে আমাকেই গ্রাহ করে ; তার যে কেহ আমাকে গ্রাহ করে, সে আমার প্রেরণকৰ্ত্তাকে গ্রাহ করে । 333