পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ অধ্যায়।] যোহনলিখিত সুসমাচার। Y® Öዓ গকে অতি যথার্থ কহিতেছি, যে জন আমাতে বিশ্বাস করে, সে অামার ন্যায় কৰ্ম্ম করিবে, বরঞ্চ তাহহেইতেও মহৎ কৰ্ম্ম করিবে ; যেহেতুক আমি পিতার নিকটে ১৩ যাইতেছি। তাহাতে পুত্রদ্বারাতে যেন পিতার মহিমা প্রকাশিত হয়, এই নিমিত্তে আমার নাম করিয়া যে কি১৪ ছু প্রার্থনা করিব, তাহ সফল করিব । যদি আমার নামে কিছু যাজ্ঞ কর, তবে আমি তাহাই সিদ্ধ করিব। ১৫ যদি আমাকে প্রেম কর, তবে অামার আজ্ঞা পা১৬ লন কর । তাহাতে আমি পিতার নিকটে প্রার্থন করিলে পিতা নিরন্তর তোমাদের সহিত থাকিতে অন্য এক সহায়কে, অর্থাৎ সত্যময় আত্মাকে তোমাদের ১৭ নিকটে প্রেরণ করিবেন । এই জগতের লোকের র্তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা তাহারা ত{হাকে দেখে না এবং জানে না ; কিন্তু তোমরা ত - হাকে জান, যেহেতুক তিনি তোমাদের মধ্যে বাস ক১৮ রেন, ও তোমাদের অন্তরে থাকিবেন । আমি তোমাদিগকে অনাথ করিয়া যাইব না, পুনৰ্ব্বার তোমাদের ১৯ নিকটে আসিব । আর কিছু দিন পরে এই জগতের লোক আমাকে আর দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবা ; আমি স্বয়ংজীবী, এই প্রযুক্ত ২০ তোমরাও জীবিত হইবা । আর আমি পিতাতে আ|ছি, ও তোমরা অামাতে আছে, এবং আমি তোমাদিগেতে আছি, তাহাও, তৎকালে জানিতে পাইব । ২১ যে জন আমার আজ্ঞা পাইয়। তাহ পালন করে, সেই আমাকে প্রেম করে ; এবং যে জন আমাকে প্রেম করে, সেই আমার পিতার প্রিয়পাত্র হইবে ; এবং আণমিও তাহাকে প্রেম করিয়া তাহার নিকটে অ| 337