পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচীর । లి3) হয়, এই জন্যে তোমাদিগকে নিযুক্ত করিলাম ; তাহাতে আমার নাম করিয়া পিতার নিকটে যে কিছু যাজ্ঞ করিব, তাহাই তিনি তোমাদিগকে দিবেন । ১৭ তোমরা যেন পরস্পর প্রেম কর, এই অাশয়ে আমি ১৮ এই সকল আজ্ঞা দিলাম । জগতের লোক তোমাদিগকে ঘৃণা করিলে, তাহার তোমাদের পূৰ্ব্বে অামাকেই ১৯ মৃণা করিয়াছে, ইহা তোমরা জ্ঞাত হও । যদি তোমরা জগতের লোক হইতা, তবে জগতের লোক তোমাদিগকে আত্মীয় বুঝিয়া ভাল বাসিত; কিন্তু তোমরা জগতের লোক নহ, আমি তোমাদিগকে এ জগতের মধ্যহইতে মনোনীত করিয়াছি, এই জন্যে জগতের লোক ২ - তোমাদিগকে ঘৃণা করে । প্রভুহইতে দাস বড় নয়, আমার এই পূৰ্ব্বকার বাক্য স্মরণে রাখ; তাহারা যদি আমাকেই তাড়না করিয়াছে, তবে তোমাদিগকেও তাডুনা করিবে ; আর আমার কথা যদি পালন করিয়াছে, ২১ তবে তোমাদের কথাও পালন করিবে । কিন্তু তাহারা আমার নাম প্রযুক্ত তোমাদের প্রতি এমন ব্যবহার করিবে, কেননা তাহারা আমার প্রেরণকৰ্ত্তাকে জানে ২২ না । আমি তাহদের নিকটে আসিয়া যদি উপদেশ না দিতাম, তবে তাহাদের পাপ হইত না ; কিন্তু এ২৩ ক্ষণে তাহদের পাপ ঢাকিবার উপায় নাই । যে জন আমাকে ঘৃণা করে, সে আমার পিতাকেও ঘৃণা করে । ২৪ যে ৰূপ কৰ্ম্ম কেহ কখনো করে নাই, এমন কৰ্ম্ম যদি তাহীদের সাক্ষাতে না করিতাম, তবে তাহদের পাপ হইত না ; কিন্তু এখন দেখিয়াও আমাকে এবং অামার ২৫ পিতাকে ঘৃণা করিল । তাহাতে “তাহার। অকারণে অা ”মাকে ঘৃণা করে,” এই যে বচন তাহদের শাস্ত্রেতে 341