পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ 88 যোহনলিখিত সুসমাচার। [ ১৬ অধ্যায় । কাল পরে, তাহার এই কথার অভিপ্রায় আমরা বুঝিতে পারি না । তখন যীশু তাহণদের জিজ্ঞাসা করিবার বাসনা জানিয় তাহাদিগকে কহিলেন, “কিঞ্চিৎ কাল পরে অামাকে দেখিতে পাইবা না, কিন্তু তাহার কিঞ্চিৎ কাল পরে আরবার দেখিতে পাইবা,’ এই যে কথা কছিলাম, ইহার অভিপ্রায় কি, তাছা কি তোম র। পরস্পর তত্ত্ব করিতেছ? অামি তোমাদিগকে অতি যথার্থ কহিতেছি, তোমরা ক্ৰন্দন ও বিলাপ করিব, কিন্তু জগতের লোক আনন্দ করিবে ; তোমরা শোকাকুল হইবা, কিন্তু শোকের পরে তোমাদের আনন্দ X > 2 * হইবে । প্রসবকাল উপস্থিত হইলে স্ত্রীলোক যেমন ২১ প্রসব বেদনাতে ব্যাকুল হয়, কিন্তু পুত্ৰ ভূমিষ্ট হইবামাত্র, পুত্র জন্মিল, এই আনন্দেতে তাহার সে সকল দুঃখ মনে থাকে না ; তজপ তোমরা সম্প্রতি শোক - ২২ কুল হইতেছ, কিন্তু আরবার তোমাদের নিকটে দশন দিব, তাহাতে তোমাদের অন্তঃকরণ আনন্দিত হইবে ; এবং তোমাদের সেই আনন্দ কেহ হরণ করিতে পারিবে না । আর সেই দিবসে আমাকে অণর কোন কথাও জিজ্ঞাস করিব। না ; আমি তোমাদিগকে অতি যথার্থ কহিতেছি, আমার নামে পিতার নিকটে যে কিছু যাজ। করিব, তাহাই তিনি দিবেন। অদ্যাবধি আমার নামে কিছু যাজ কর নাই; যাজা কর, তবে পাইবা; তাহাতে তোমাদের সম্পূর্ণ আনন্দ জন্মিবে। ネいご R 8 উপম। কথাদ্বারা এই সকল বিষয় তোমাদিগকে ক- ২৫ হিলাম ; কিন্তু যে সময়ে উপমাদ্বারা ন কহিয়া স্পষ্টবাপে পিতার বিষয় জানাইব, এমন সময় আসিতেছে। সেই কালে আমার নামে প্রার্থনা করিব, তার আমি 34 { ૨ ૭