পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ○ - মথিলিখিত সুসমাচার। । [৯ অধ্যায়। পরে যীশু মুখ ফিরাইয় তাহাকে দেখিয়া কছিলেন, হে ২২ কন্যে সুস্থির হও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থা করিল। সেই সময়াবধি ঐ স্ত্রী সুস্থ হইল । অপর যীশু সেই অধ্যক্ষের বাটীতে গিয়া বাদ্যকর প্রভৃতি ২৩ অনেক২ লোককে কলরব করিতে দেখিয় তাহাদিগকে ২৪ কহিলেন, পথ ছাড়, ঐ কন্যা মরে নাই, নিদ্রিতা আছে ; এ কথা শুনিয়া তাহার। তাহাকে উপহাস করিল । কিন্তু ২৫ সকলে বহির্গত হইলে তিনি ভিতরে গিয়া কন্যার হস্ত ধারণ করিলেন, তাহাতে সে উঠিল । এবং সে কৰ্ম্মের ২৬ জনরব দেশ সমুদয়ে ব্যাপিল । পরে যীশু সে স্থানহইতে যাত্রা করিলে, হে দায়ুদের ২৭ উচ্চৈঃস্বরে ডাকিতেই তাহার পশ্চাৎ চলিল । তাহাতে ২৮ যীশু গৃহমধ্যে প্রবিষ্ট হইলে পর তাহারাও র্তাহার নিকটে উপস্থিত হইল ; তখন তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, এই কৰ্ম্ম করিতে আমার ক্ষমতা আছে, তোমরা কি ইহাতে প্রত্যয় কর ? তাহাতে তাহারা বলিল, হা প্রভো ৷ তখন তিনি তাহাদের চক্ষু স্পর্শ করিয়া কহিলেন, তোম৷- ২৯ দের প্রত্যয়ানুসারে তোমাদের মঙ্গল হউক তাহাতে ৩০ তৎক্ষণাৎ তাহদের চক্ষুঃ প্রসন্ন হইল ; পরে যীশু তাহাদিগকে দৃঢ় আজ্ঞা দিয়া কহিলেন, সাবধান, এ কথা কাহকেও জানাইও না । কিন্তু তাহারা প্রস্থান করিয়া সে ৩১ দেশ সমুদয়েতে র্তাহার কীৰ্ত্তি প্রকাশ করিল। অপর তাহার। বাহিরে যাইতেছিল, ইতোমধ্যে লোকের ৩২ এক ভূতগ্রস্ত গুঙ্গাকে তাহার নিকটে আনিল । তিনি ৩৩ ভূত ছাড়াইলে সেই গুঙ্গা কথা কহিতে লাগিল ; তাহাতে সমুদয় লোক আশ্চর্য জ্ঞান ಡಿ! কহিল, ইস্রায়েল - 2