পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার। NS ( ) ১৯ তখন মহাযাজক যীশুকে র্তাহার শিষ্যগণের ও উপ২০ দেশের বিষয়ে জিজ্ঞাসা করিলে যীশু উত্তর করিলেন, লোকসাধারণের সাক্ষাতেই কথা কহিয়াছি ; গোপনে কোন কথাই না কহিয়৷ যে স্থানে যিহুদীয়ের অনবরত গতায়াত করে, এমন মন্দিরে ও ভজনালয়ে শি২১ ক্ষা দিয়াছি ; অতএব আমাকে কেন জিজ্ঞাসা কর ? যাহারা আমার উক্ত উপদেশ শুনিয়াছে, বরঞ্চ তাহাদিগকে জিজ্ঞাসা কর ; কি২ ৰলিয়াছি, তাহা তাহার। ২২ জানে । তখন এই ৰূপ উত্তর করাতে নিকটস্থ এক পদাতিক যীশুকে চপেটাঘাত করিয়া কহিল, মহাযাজ২৩ কের প্রতি এমন উত্তর করিলা ? তাহাতে যীশু উত্তর . করিলেন, যদি মন্দ বলিয়া থাকি, তৰে সেই মন্দের বিষয়ে প্রমাণ দেও ; কিন্তু যদি প্রকৃত কহিয়৷ থাকি, তবে কি জন্যে অামাকে মার ? ২৪ পরে হানন র্তাহাকে বন্ধনপূর্বক কিয়ফা মহাযাজকে২৫ র নিকটে পঠাইয়। দিলে শিমোন পিতর দাড়াইয়। অগ্নির তাপ লইতেছে, এমন সময়ে কএক জন তাহকে জিজ্ঞাসা করিল, তুমি না ঐ ব্যক্তির এক শিষ্য ? ২৬ তাহাতে সে অস্বীকার করিয়া কহিল, আমি নহি । তখন পিতর মহাযাজকের যে দাসের কর্ণ ছেদন করিয়াছিল, তাহার এক কুটুম্ব উত্তর করিল, উদ্যানে তাহার ২৭ সঙ্গে থাকিতে কি তোমাকে দেখি নাই ? কিন্তু পিতর আর বার অস্বীকার করিল, এবং তৎক্ষণাৎ কুকুড়। ডাকিয়া উঠিল । ২৮ পরে প্রত্যুষে তাহারা কিয়ফার বাটহইতে অধিপতির গৃহে যীশুকে লইয়া গেল, কিন্তু অশুচি হইলে নিস্তার পর্বে ভোজন করা না হয়, এই ভয়ে যি 351