পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N○○○ যোহনলিখিত সুসমাচার । [১১ অধ্যায় । তাহা ন চিরিয়া ইহাতে গুলিবাট করি । “তাহার। “আপনাদের মধ্যে আমার পরিধেয় বস্ত্র বিভাগ করে, “এবং আমার উত্তরীয় বস্ত্রের জন্যে গুলিবাট করে,” এই যে কথা ধৰ্ম্মপুস্তকে লিখিত আছে, তাহা সেনাগণ এমন ব্যবহার করাতে সিদ্ধ হইল । তৎকালে যীশুর মাতা, ও মাতার ভগিনী যে ক্লিয়পার স্ত্রী মরিয়ম, এবং মগ্‌দলীনী মরিয়ম ইহারা তাহার ক্রুশের নিকটে দাড়াইতেছিল । তাহাতে যীশু আপন মাতাকে এবং প্রিয়তম শিষ্যকে নিকটে দণ্ডায়মান দেখিয়৷ মাতাকে কহিলেন, হে নারি, ঐ দেখ তোমার পুত্র ; এবং শিষ্যকে কহিলেন, ঐ দেখ তোমার মাত ; তাহাতে ঐ শিষ্য সেই সময়াবধি তাহাকে আপন গৃহে লইয়া গেল । অনন্তর সকল কৰ্ম্ম এখন সম্পন্ন হইল, য়ীশু ইহা জ্ঞাত হইয়। ধৰ্ম্মপুস্তকের বচন যেন সিদ্ধ হয়, এই জন্যে কহিলেন, আমার পিপাস হইতেছে । তাহাতে সেই স্থানে অসুরসেতে পূর্ণ এক পাত্র থাকাতে তাহর এক স্পঞ্জ সেই অমুরসে ভরিয়া এসো নলে তাহ লাগাইয়। র্তাহার মুখের নিকটে রাখিল । তখন যীশু অম্নরস গ্রহণ করিলে পর সকল সিদ্ধ হইল, এই কথা কহিয়া মস্তক নমনপূর্বক আত্ম সমর্পণ করিলেন । পরে সেই দিন আয়োজন দিন, এই প্রযুক্ত পরদিন বিশ্রামবারে দেহ যেন ক্রুশের উপরে না থাকে, কেননা ঐ বিশ্রামবার বড় দিন ছিল, এই নিমিত্তে যিহুদীয়েরা পালাতের নিকটে গিয় তাহদের প। ভা ঙ্গিবীর ও স্থানান্তরে লইয়। যাইবার অনুমতি প্রার্থনা २ (* R. W 것 영

૨ જ No o N○> করিল। অতএব সেনাগণ আসিয় যীশুর সঙ্গে জুশে ৩২ 356