পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার। Nじ@ 。 ১২ কবরে দৃষ্টি করিয়া যীশুর দেহের শয়নস্থানের শিয়রে এবং পদতলে দুই দিগে দুই জন শুক্লবস্ত্রে বস্ত্রান্বিত ১৩ স্বর্গদূতকে বসিয়া থাকিতে দেখিল । পরে তাহার জিজ্ঞাসিল, হে নারি, কি জন্যে রোদন করিতেছ ? সে কহিল, লোকেরা আমার প্রভুকে লইয়া গিয়া কোথায় ১৪ রাখিয়াছে, তাহ জানি না । ইহা বলিয়। মুখ ফিরাইলে যীশুকে দণ্ডায়মান দেখিল, কিন্তু তিনি যে যীশু, ১৫ ইহা সে জানিল না । তখন যীশু তাহাকে জিজ্ঞাস। করিলেন, হে নারি, রোদন করিতেছ কেন ? কাহারই ব। অন্বেষণ করিতেছ ? তাহাতে সে র্তাহাকে উদ্যানের মালী জ্ঞান করিয়া কহিল, হে মহাশয়, তুমি যদি এ স্থানহইতে র্তাহাকে লইয়া গিয়া থাক, তবে কোথায় ১৬ রাখিয়াছ, তাহ বল ; তথাহইতে লইয়। আসি ৷ তখন যীশু তাহণকে কহিলেন, ওগো মরিয়ম ; তাহতে সে ফিরিয়া উত্তর করিল, “হে রপ্পুনি!' অর্থাৎ হে গুরে । ১৭ তখন যীশু কহিলেন, আমাকে ধরিয়া রাখিও না, এখন পিতার নিকটে উৰ্দ্ধগমন করিতেছি না; কিন্তু যিনি আমার ও তোমাদের পিতা এবং আমার ও তোমাদের ঈশ্বর, তাহার নিকটে উৰ্দ্ধগমন করিতে উদ্যত আছি, এই কথা তুমি গিয়া আমার ভ্রাতৃগণকে জা১৮ নাও । তাহাতে মগ্‌দলীনী মরিয়ম তৎক্ষণাৎ যাইয়। প্রভু যে তাহাকে দর্শন দিয়া এমন কথা কহিয়াছেন, এই সংবাদ শিয্যদিগকে দিল । ১৯ পরে সপ্তাহের ঐ প্রথম দিবসের সন্ধ্যাসময়ে শিষ্যগণ একত্র হইয়া যিহুদীয়দের ভয়েতে দ্বার রুদ্ধ করিয়াছিল ; এই কালে যীশু উপস্থিত হইয় তাহদের মধ্যস্থানে দাড়াইয়া কছিলেন, তোমাদের কল্যাণ হ 359