পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ অধ্যায়।] মথিলিখিত সুসমাচার। ২৭ ৩৪ বংশেতে এমন কখনও দেখা যায় নাই । কিন্তু ফিন্ধশিরা কহিল, ভূতের অধিপতিদ্বারা সে ভূতগণকে ছাড়াইতেছে । ৩৫ পরে যীশু তাহদের ভজনালয়ে উপদেশ দিতেই, ও রাজ্যের সুসমাচার প্রচার করিতেখ, ও লোকদের মধ্যে যাহার যে রোগ ও ব্যাধি ছিল, সে সকলের প্রতীকার ৩৬ করিতেই তাবৎ নগরে ও গ্রামে ভ্রমণ করিলেন । এবং লোক সকলকে ব্যাকুল ও অরক্ষক মেষের ন্যায় ত্যক্ত দেখিয় তাহদের প্রতি করুণাবিষ্ট হইয়া শিষ্যদিগকে ৩৭ কহিলেন, শস্যের বাহুল্য আছে, কিন্তু ছেদকেরা অলপ । ৩৮ অতএব শস্যক্ষেত্রে আরও ছেদকদিগকে পাঠাইয়া দিতে ক্ষেত্রের স্বামির নিকটে প্রার্থনা কর । ১০ অধ্যায় । ১ প্রেরিতদের নাম ৫ বারো শিষ্যদিগকে প্রেরণ ১৬ ও তাহীদের দুঃখ জ্ঞাত করণ ৩৪ ও খ্রীষ্টের উপদেশের ফল ৪০ ও শিষ্যদের প্রতি উপকারের ফল । ১ অনন্তর যীশু দ্বাদশ শিষ্যকে ডাকিয়া অপবিত্র ভূতগণকে ছাড়াইতে এবং সৰ্ব্ব প্রকার রোগ ও ব্যাধির শান্তি ২ করিতে তাহাদিগকে ক্ষমতা দিলেন । দ্বাদশ প্রেরিতেদের এই ২ নাম, প্রথমে শিমোন যাহাকে পিতরু বলে, পরে তাহার ভ্রাতা আন্দ্রিয়, এবং সিবদিয়ের পুত্র যাকু ও ৩ তাহার ভ্রাতা যোহন ; এবং ফিলিপ ও বর্থলময় ; এবং থোম ও করসঞ্চয়কারি মথি ; এবং আলফেয়ের পুত্ৰ ৪ যাকুব, ও লিবোয় যাহাকে থদেয় বলে ; এবং কিনানীয় শিমোন ও যে খ্রীষ্টকে পরহস্তগত করিল সেই ঈস্করিয়োতীয় যিহুদা । ৫ পরে যীশু ঐ দ্বাদশ জনকে প্রেরণ সময়ে এই অজ্ঞ। দিলেন, তোমর। অন্যদেশীয়দের পথে এবং শোমিরো 27