পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nბvგთ যোহনলিখিত সুসমাচার। [২০ অধ্যায়। উক । ইহা বলিয় আপন হস্ত ও কুক্ষিদেশ দেখাই- ২ • লেন ; তাহাতে শিষ্যের প্রভুকে দেখিয়া হৃষ্ট হইল । তখন যীশু পুনৰ্ব্বার কছিলেন, তোমাদের কল্যাণ হ- ২১ উক ; পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন, তদ্‌ ৰূপ আমিও তোমাদিগকে প্রেরণ করি । ইহ৷ বলিয়া ২২ তিনি তাহদের উপরে প্রশ্বাস দিয়া কছিলেন, পবিত্র আত্মা লও ! তোমরা যাহীদের পাপমোচন করিবণ, ৩৩ তাহারা মুক্ত হইবে ; এবং যাহাদের পাপমোচন না করিব, তাহারা মুক্ত হইবে না । যীশুর আগমনের সময়ে দ্বাদশের মধ্যে গণিত থোমা ২৪ অর্থাৎ দিদুমঃ নামক শিষ্য তাহদের সঙ্গে ছিল না। অতএব আমরা প্রভুকে দেখিলাম, এ কথা অন্য শি- ২৫ ষ্যেরা তাহাকে কহিলে পর সে বলিল, তাহার হস্তে প্রেকের চিহ্ন দেখিয়া প্রেকের সেই চিহ্ন অঙ্গুলীদ্বারা স্পর্শ না করিলে, এবং তাহার কুক্ষিদেশে হস্ত না দিলে আমি বিশ্বাস করিব না । অপর অষ্টম দিবস গত ২৬ হইলে শিষ্যগণ ঐ থোমার সহিত একত্র হইয়া দ্বার রুদ্ধ করিয়া ভিতরে ছিল, এমন সময়ে যীশু উপস্থিত হইয় তাহদের মধ্যস্থানে দাড়াইয়া কহিলেন, তোমাদের কল্যাণ হউক । পরে থোমাকে কহিলেন, এ দিগে ২৭ অঙ্গলী দিয়া আমার হস্ত দেখ, এবং হস্ত বাড়াইয়৷ আমার কুক্ষিদেশে দেও ; এবং অবিশ্বাসী না হইয়। বিশ্বাসী হও । তখন থোম কহিল, হে আমার প্রভো, ২৮ হে অামার ঈশ্বর , যীশু কহিলেন, হে থোমা, আম- ২৯ কে দেখিয়া বিশ্বাস করিতেছ ; যাহারা না দেখিয়া বিশ্বাস করে, তাহারাই ধন্য । 360