পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○ヶ প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [ ২ অধ্যায়। গিয়াছে, সেই পদ পাইতে এই দুই জনের মধ্যে তুমি কাহাকে মনোনীত করিয়াছ, তাহ আমাদিগকে দেখাইয় দেও । পরে গুলিবাট করাতে ম থিয়ের নামেতে গুলি উঠিল ; তাহাতে সে অন্য একাদশ প্রেরিভের মধ্যে গণিত হইল । ২ অধ্যায় । ১ পবিত্র আত্মার আবির্ভাব ৫ ও তদৃদ্ধার প্রেরিতদের নানা ভাষা কথন ও তাহাতে লোকদের আশ্চৰ্য্য জ্ঞান হওন ১৪ ও পিতরের উপদেশকথা ৩৭ ও সেই কথাদ্বারা অনেক লোকের মনঃপরিবর্জন ৪১ ও তাহাদের বাপ্তিস্ম ও সদাচরণ । অপর নিস্তার পর্বের পঞ্চাশ দিনের দিন উপস্থিত হইলে তাহারা সকলেই একচিত্ত হইয় এক স্থানে একত্র ছিল । এমত সময়ে অকস্মাৎ আকাশহইতে প্রচণ্ড খরতর বায়ুর শব্দের ন্যায় একটা শব্দ আসিয়া যে গৃহে তাহারা বসিয়াছিল, ঐ তাবৎ গৃহ ব্যাপিল । পরে অগ্নিৰূপ বিভক্ত জিহল। প্রত্যক্ষ হইয় প্রতি জনের মস্তকে স্থগিত হইয়! থাকিল । তাহাতে সকলে পবিত্র আত্মতে পরিপূর্ণ হইয়া আত্মা যে প্রকার কহাইলেন, তদনুসারে অন্যদেশীয় ভাষাতে কথা কহিতে লাগিল । ঐ সময়ে পৃথিবীন্থ তাবৎ দেশহইতে যিহুদী মতাবলব্ধি ভক্ত লোকের যিৰূশালমে প্রবাস করিতেছিল ; এবং ঐ কথা জনরব হইলে লোক সকল একত্র হইয়। প্রত্যেক জন আপন২ ভাষাতে প্রচারকগরি শিষ্যদের কথা শুনিয়া ব্যাকুল হইল। এবং সকলেই বিস্ময়াপন্ন ও অণশচৰ্য্যান্বিত হইয় পরস্পর বলিতে লাগিল, দেখ, যাহার কথা কহিতেছে, তাহারা সকলে কি গালীলীয় R QT ২ ৩ লাক নহে ? তবে আমরা প্রত্যেক জন আপনাদের ৮ 368