পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭২ প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [৩ অধ্যায় । দান প্রাপ্ত হইবা । যেহেতুক তোমাদের ও তোমাদের ৩৯ সন্তান সন্ততিদের, এবং আমাদের প্রভু পরমেশ্বর যত দুরস্থ লোককে আহবান করিবেন, সেই সকলের প্রতি ঐ অঙ্গীকার আছে । এতদ্ভিন্ন আর২ অনেক কথাতে প্রমাণ ও উপদেশ দিয়া কহিল, এই বিপথগামী বৰ্ত্তমান লোকহইতে আপনাদিগকে রক্ষা কর । পরে যাহারা আনন্দপূর্বক এই কথা গ্রাহ করিল, তাহারা বাপ্তাইজিত হইল। সে দিবসে প্রায় তিন সহস্ৰ লোক মণ্ডলীভুক্ত হইয়া প্রেরিতদের উপদেশে ও সঙ্গে থাকনে ও রুট ভাঙ্গনে ও প্রার্থনা করণে মনঃংযোগ করিয়া থাকিল । অণর প্রেরিতের নানা প্রকার লক্ষণ ও আশ্চৰ্য্য ক্রিয়া দর্শন করাইলে লোকমাত্রই ভয় পাইতে লাগিল । এবং বিশ্বাসকারি সকলে এক সঙ্গে থাকিয় আপনাদের সমস্ত সম্পত্তি সাধারণে রাখিল । ফলতঃ বাট ঘর ও দ্রব্য সামগ্ৰী সকলি বিক্রয় করিয়া প্রত্যেক জনের প্রয়োজনানুসারে অংশ করিয়া দিল । আর সকলে একচিত্ত হইয় নিত্য২ মন্দিরে যাতায়াত করিল, এবং ঘরে ২ রুটা ভাঙ্গিতে২ ও ঈশ্বরের ধন্যবাদ করিতে ২ লোকদের সমাদর পাইয়া পরমানন্দে ও সরল অন্তঃকরণে ভোজন পান করিল । এবং পরমেশ্বর দিনে ২ পরিত্রাণ পাত্রের দ্বার মণ্ডলীর বৃদ্ধি করিলেন । ৩ অধ্যায় । ১ পিত্তরের দ্বারা এক গুঞ্জের সুস্থ হওন ১২ ও যীশুর বিষয়ে ও মনঃপরিবর্তনের বিষয়ে পিতরের উপদেশকথা । অপর তৃতীয় প্রহর বেলা হইলে প্রার্থনা করণের স ময়ে পিতর ও যোহন একত্র হইয়। মন্দিরে যাইতে 372 8 × 8 R. 8い○ 8 8 8 (t 8 V, 8 °