পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

❖ዓ8 প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [৩ অধ্যায় । জ্ঞান করিতেছ ? এবং আমরা নিজ ক্ষমতাতে কিম্বা নিজ পুণ্যেতে এই খঞ্জ মনুষ্যকে গমন করাইলাম, ইহা ভাবিয়া আমাদের প্রতি কেন একান্ত দৃষ্টি করিয়া আছে ? যে যীশুকে তোমরা পরহস্তগত করিয়াছ, এবং ১৩ পীলাত যাহাকে মুক্ত করিতে মনস্থ করিলেও তোমরা তাহার সাক্ষাতে অস্বীকার করিয়াছ, ইব্রাহীমের ও ইস্হাকের ও যাকুবের ঈশ্বর, অর্থাৎ আমাদের পূর্ব পুরুষের ঈশ্বর, আপনার সেই পুত্র যীশুর মহিম। প্রকাশ করিয়াছেন । কিন্তু তোমর। সেই পবিত্র ও ১৪ ধাৰ্ম্মিক ব্যক্তিকে অস্বীকার করিয়া আপনাদের নিকটে এক হত্যাকারিকে অর্পণ করিতে যজ্ঞ করিয়াছ । অবশেষে ঐ পরমায়ুর অধিপতিকে বধ করিয়াছ ; কিন্তু ১৫ ঈশ্বর কবরহইতে র্তাহাকে উঠাইয়াছেন, তাহার সাক্ষী আমরাই আছি । এই যে মনুষ্যকে তোমরা দে- ১৬ খিতেছ এবং চিনিতেছ, সে র্তাহারই নামেতে বিশ্বাস করণ প্রযুক্ত র্তাহার দ্বারা চলৎশক্তি পাইল ; এবং তাহাতে তাহার যে বিশ্বাস, সে তোমাদের সকলের সাক্ষাতে সম্পূর্ণ ৰূপে তাহাকে সুস্থ করিল । হে ভ্রা- ১৭ তৃগণ, তোমরা এবং তোমাদের অধ্যক্ষেরা না বুঝিয়। এই সকল কৰ্ম্ম করিয়াছ, এখন আমার এমন বোধ হইতেছে। কিন্তু ঈশ্বর অভিষিক্ত ত্রাতার দুঃখভোগের ১৮ বিষয়ে ভবিষ্যদ্বক্তৃগণের প্রমুখাৎ যেই কথা পূৰ্ব্বে কহি য়াছিলেন, সে কথা এই ৰূপে সিদ্ধ করিলেন । অতএব ১৯ আপনাদের পাপমোচনার্থে খেদ করিয়া মন ফিরাও, তাহাতে ঈশ্বরের নিকটহইতে সান্থন পাইবার সময় উপস্থিত হইবে, এবং পূর্বাবধি প্রচারিত যে যীশু খ্ৰীষ্ট ২ • (অর্থাৎ অভিষিক্ত ত্ৰাণকৰ্ত্তা) তাহাকে পরমেশ্বর তো 374