পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ । *QᏄᏩ ২১ মাদের নিকটে পাঠাইয়। দিবেন । কিন্তু জগতের পত্তনাবধি ঈশ্বর নিজ পবিত্র ভবিষ্যদ্বক্তৃগণদ্বারা যেমন কা হিয়া আসিতেছেন, তদনুসারে সকলের পুনর্নির্মাণ হওন কাল পর্য্যন্ত র্তাহাকে স্বগেতে বাস করিতে হইবে । ২২ “তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের ভ্রাতৃগণের মধ্য“ হইতে আমার সদৃশ এক জন ভবিষ্যদ্বক্তার উদয় ক“রিবেন, তাহার সকল কথাতে তোমরা মনোযোগ ক২৩ “রিবা ; কিন্তু ঐ ভবিষ্যদ্বক্ত। যে২ কথা কহিবেন, তাহ

  • যে জন না শুনিবে, সে অাপন লোকদের মধ্যহইতে ২৪ “উচ্ছিন্ন হইবে ” এমত কথা আমাদের পূর্বপুরুষদিগকে কেবল মূসা কহিয়াছে তাহা নয়, শিমুয়েল ভবিষ্যদু বক্ত অবধি যত ২ ভবিষ্যদ্বক্তা ভবিষ্যদ্বাক্য কহিয়াছে, ২৫ সকলেই এই সময়ের কথা কহিয়া গিয়াছে । তোমরাও সেই ভবিষ্যদ্বক্তৃগণের সন্তান ; আর “পৃথিবীন্থ “ তাবৎ জাতি তোমার বংশদ্বারা আশীৰ্ব্বাদ পাইবে,” ইব্রাহীমকে এই কথা বলিয়া ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের সহিত যে নিয়ম স্থির করিয়াছেন, সেই নিয়মের ২৬ অধিকারীও তোমরা হইতেছ । এই প্রযুক্ত ঈশ্বর আtপন পুত্র যীশুকে উঠাইয়। তোমাদের প্রত্যেক জনকে আপন২ পাপহইতে ফিরাইয়া আশীৰ্ব্বাদ দিতে র্তাহ।কে প্রথমে তোমাদের নিকটে পাঠাইলেন ।

৪ অধ্যায় । ১ পিতরের উপদেশদ্বারা মহাযাজকদের ক্রোধ করণ ও পিতরকে ও যোহনকে কারাগারে রাখন ৫ ও পিতর ও যোহনের বিষয়ে রাজবিচার ও পিতরের উত্তর ১৩ ও পিতরকে ও যোহনকে গ্রীষ্টের নাম প্রচার না করিতে আজ্ঞা দেওন ২৩ ও মণ্ডলীতে তাহাদের গমন ও প্রার্থনা করণ ৩২ ও প্রার্থনাদ্ধার। পবিত্র আত্মা পাওন ও শি ৰ্যদের ঐক্য ও ধনের বিভাগ । 375