৪ অধ্যায় ] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। ● ዓፄ ওয়া যায়, ভূমণ্ডলস্থ লোকদের মধ্যে এমন অণর কোন নামই প্রচারিত হয় নাই । ১৩ তখন পিতরের এবং যোহনের এতদ্রুপ সাহস দেখিয়া, তাহার। অবিদ্বান ইতর লোক, ইহা বুঝিয়। আশ্চর্য জ্ঞান করিল ; এবং তাহারা যে যীশুর সঙ্গী ১ ৪ হইয়াছিল, হই। জানিতে পারিল । কিন্তু তাহদের সঙ্গে ঐ সুস্থ মনুষ্যকে দণ্ডায়মান দেখিয় তাহার। আর ১ ৫ কোন অপত্তি করিতে পারিল না । পরে তাহাদিগকে সভ হইতে স্থানান্তরে যাইতে আজ্ঞা দিয়। পরস্পর এই ১৬ পরামর্শ করিতে লাগিল, সে মনুষ্যদিগকে আমরা কি করিব ? তাহারা যে একটা প্রসিদ্ধ আশ্চৰ্য্য কৰ্ম্ম করয়ছে, তাহ বিন্ধশালম নিবাসি তাবৎ লোকের কাছে প্রকাশ পাইয়াছে, তাহ অস্বীকার করিতে পারি না । ১৭ কিন্তু লোকদের মধ্যে ইহা যেন ব্যাপিয়া না যায়, এই নিমিত্তে তাহাদিগকে ভয় দেখাইয়। এই নামেতে কোন মনুষ্যকেই আর উপদেশ দিও না, দৃঢ় ৰূপে এই নি১৮ ষেধ করিয়৷ দি । তদনন্তর প্রেরিতদিগকে ডাকিয়। এই অজ্ঞা দিল, ইহার পর যীশুর নামেতে কদাচ কোন কথা কহিও না, এবং কোন উপদেশও দি ও না । ১৯ তাহাতে পিতর এবং যোহন উত্তর করিল, ঈশ্বরের আজ্ঞা পালন করা কিম্বা তোমাদের আজ্ঞা পালন করা, এই উভয়ের মধ্যে ঈশ্বরের গোচরে কোনট। ২ • বিহিত, তাহ তোমরা বিবেচনা কর । আমরা যাহ। দেখিয়াছি এবং শুনিয়াছি, তাহা যে প্রচার করিব না, ২১ এমত কখনো হইতে পারে না । আর যাহা ঘটিল, তাহা দেখিয়। সকল লোকই ঈশ্বরের গুণানুবাদ করিতে লাগিল ; তন্নিমিত্তে লোকভয় প্রযুক্ত তাহাদিগকে 377
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।