পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○br● প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [৫ অধ্যায় । অন্য অংশমাত্র আনিয়া প্রেরিতদের চরণে সমৰ্পণ করিল । তাহাতে পিতর কহিল, হে অননিয়, ভূমির यूना কিছু গোপন করিয়া রাখিতে এবং পবিত্র আত্মার নিকটে মিথ্যা কথা কহিতে শয়তান কেন তোমার অন্তঃকরণে প্রবৃত্তি দিয়াছে ? ঐ ভূমি যখন তোমার হস্তগত ছিল, তখন কি তোমার নিজের ছিল না ? এবং বিক্রয় করিলে পর তাহার মূল্য কি তোমার নিজ অধিকারে ছিল না ? তবে অন্তঃকরণে এমন কুকপেন কেন করিয়াছ ? তুমি কেবল মানুষের কাছে মিথ্যা কথা কহিলা না, কিন্তু ঈশ্বরের কাছেও কহিলা । এই কথা শুনিবামাত্র ঐ অননিয়. ভূমিতে পড়িয়া প্রাণ ত্যাগ করিল ; এই বিষয় যত লোক শুনিল, সকলেরই বড় ভয় জন্মিল । পরে যুবলোকেরা উঠিয়া তাহাকে বস্ত্রে জড়াইয়া বাহিরে লইয়। গিয়া কবর দিল । অনন্তর এক প্রহরের পর কি হইয়াছে, তাহ অবগত ন হইয় তাহার স্ত্রীও সে স্থানে উপস্থিত হইল । তাহাতে পিতর তাহাকে জিজ্ঞাসা করিল, তোমরা এত টাকাতে ভূমি বিক্রয় করিয়াছ কি না ? তাহ বল ; তখন সে উত্তর করিল, হী, এত টাকাতেই বটে । তাহাতে পিতর কহিল, তোমরা কেমন করিয়া পরমেশ্বরের আত্মাকে পরীক্ষা করিতে একপরামর্শ হইয়াছ ? দেখ, যাহারা তোমার স্বামিকে কবর দিয়াছে, তাহারা দ্বারের নিকটেই উপস্থিত আছে, এবং তোমাকেও বাহিরে লইয়। যাইবে । তাহাতে সেও তৎক্ষণাৎ তাহার চরণের নিকটে পড়িয়। প্রাণ ত্যাগ করিল ; পরে সে যুবকের ভিতরে আসিয়া তাহাকেও মৃত দেখিয়া বাহির করণ পুৰ্ব্বক তাহার স্বামির পাশ্বে ক 380 V