পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N○bケ8 প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। [ও অধ্যায়। প্রহার করিয়া যীশুর নামেতে কোন কথা কহিতে নিযেধ করিয়া বিদায় করিল । কিন্তু র্তাহার নামের নিমিত্তে লজ্জ ভোগ করিতে আপনার যে যোগ্যপাত্র গণ্য হইয়াছে, ইহাতে আহ্নাদিত হইয় তাহারা সভাস্থদিগের সাক্ষাৎহইতে প্রস্থান করিল । পরে দিনে২ মন্দিরে ও ঘরে ২ অবিশ্রামে উপদেশ দিতে ও যীশু খ্রীষ্টের সুসমাচার প্রচার করিতে লাগিল । ৬ অধ্যায় । ১ দরিদ্রগণের জন্যে সাত সেবককে নিযুক্ত করণ ৫ ও সেই সাত্ত জনের মধ্যে স্তিফানের বিষয় ৮ ও অবিশ্বাসিদের সহিত বিবাদ করাতে স্তিফানের অপবাদিত হওন । অপর ঐ সময়ে শিষ্যগণের বাহুল্য হওয়াতে দিবসিক দশন বিতরণে অন্যদেশ প্রবাসিদের বিধবা স্ত্রীগণ উপেক্ষিত হইলে ইব্রীয় লোকদের সহিত অন্যদেশ প্রবাসিদের বিবাদ উপস্থিত হইল । তখন দ্বাদশ প্রেরিত তাবৎ শিষ্যকে একত্র ডাকিয়া কহিল, ঈশ্বরের কথা প্রচার করণ ত্যাগ করিয়া ভোজনের তত্ত্বাবধারণ করা আমাদের উচিত নহে । অতএব হে ভ্রাতৃগণ, আমরা যাহাদিগকে এই কৰ্ম্মের ভার দিতে পারি, এমত সুখ্যাত্যাপন্ন এবং পবিত্র আত্মাতে ও জ্ঞানেতে পরিপূর্ণ সাত জনকে আপনাদের মধ্যহইতে মনোনীত কর । কিন্তু আমরা প্রার্থনা করণ ও কথা প্রচার কৰ্ম্মে নিত্য প্রবৃত্ত থাকিব ৷ এ কথাতে তাবৎ লোক সন্তুষ্ট হইয় আপনাদের মধ্যহইতে প্রত্যয়েতে ও পবিত্র আত্মাতে পরিপূর্ণ স্তিফান ও ফিলিপ ও প্রখর ও নীকানর ও তীমোন ও পর্মিন এবং যিহুদী মতাবলম্বী আস্তিয়খিয়ার নিকলায়, 384 8 × 8之