পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ অধ্যায়।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। N❍bᎹᏊ; ৬ এই সাত জনকে প্রেরিতদের সম্মুখে আনিলে তাহর প্রার্থনা করিয়া তাহদের মস্তকে হস্তীৰ্পণ করিল ৷ ৭ অপর ঈশ্বরের কথা ব্যাপিয়া গেল, বিশেষতঃ যিৰূশালম নগরে শিষ্যদের সংখ্যা প্রচুর রূপে বৃদ্ধি পাইতে লাগিল ; এবং যাজকদের মধ্যেও অনেকে খ্রীটের ধৰ্ম্মাবলম্বী হইল । ৮ স্তিফান প্রত্যয়েতে ও পরাক্রমেতে পরিপূর্ণ হইয়। লোকদের মধ্যে নানা প্রকার অদ্ভুত ও আশ্চৰ্য্য কৰ্ম্ম ৯ করিল। তাহাতে লিবৰ্ত্তীন নামে খ্যাত দলের কএক জন, এবং কুরীণীয় ও সিকন্দরীয় ও কিলিকীয় এবং আশিয়া দেশীয় কতক লোক উঠিয়া স্তিফানের সঙ্গে বা১ ও দানুবাদ করিল । কিন্তু স্তিফান জ্ঞানেতে ও পবিত্র অ|অণতে এই মত কথা কহিল, যে তাহারা অণপত্তি ক১১ রিতে পারিল না । পরে কএক জনকে লোভ দেখাইলে তাহার এই কথা কহিল, আমরা তাহার মুখে ১২ মূসার এবং ঈশ্বরের নিন্দাকথা শুনিলাম। লোকদিগকে ও প্রাচীনগণকে এবং অধ্যাপকদিগকে এই ৰূপে কুপ্রবৃত্তি দিয় তাহাকে ধরিয়া মহাসভামধ্যে আনিল । ১৩ পরে কএক জন মিথ্যা সাক্ষিকে আনিলে তাহার। কহিল, এই ব্যক্তি এই ধৰ্ম্মধামের ও ব্যবস্থার নিন্দ ১৪ করা ত্যাগ করে না । ফলতঃ নাসরতীয় যীশু এই স্থান উচ্ছিন্ন করিবে, এবং মূসার সমৰ্পিত অামাদের বিধি ১৫ অন্যথা করিবে, তাহার এমন কথা শুনিলাম । তখন মহাসভাস্থ সকলে তাহার প্রতি স্থিরদৃষ্টি করিয়া স্বর্গদুতের মুখ সদৃশ তাহার মুখ দেখিল । 385