পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ অধ্যায়।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ । ৩৮৭ ত্বকছেদের নিয়ম দিলেন ; অতএব ইস্হাক নামে ইব্রাহীমের এক পুত্ৰ হইলে পর অষ্টম দিবসে তাহার ত্বকছেদ করিল ; ঐ ইস্হাকের পুত্র যাকুব, এবং ঐ যাকুবের ঔরসেতে আমাদের দ্বাদশ পূর্বপুরুষ জন্মিল । ৯ পরে ঐ পূৰ্ব্বপুরুষের যুষফের প্রতি ঈর্ষা করিয়া ১০ মিসর দেশে পাঠাইতে তাহাকে বিক্রয় করিল । কিন্তু ঈশ্বর তাহার সহায় হইয়া সকল দুৰ্গতিহইতে রক্ষা করিয়া তাহাকে বুদ্ধি দিয়া মিসরদেশের রাজা ফিরেীণের প্রিয়পাত্র করিলেন ; এবং মিসরদেশ ও তাবৎ রা১১ জপুরীর শাসনকর্তৃত্ব পদ তাহাকে দিলেন । সেই সময়ে মিসর ও কিনান দেশ দুর্ভিক্ষহেতু বড় ক্লিষ্ট হওয়াতে আমাদের পূর্বপুরুষেরা ভক্ষ্যদ্রব্য পাইল না । ১২ কিন্তু মিসরদেশে শস্য আছে, যাকুব এই সংবাদ পাইয়। প্রথমে আমাদের পূৰ্ব্বপুরুষদিগকে মিসরে পাঠাইল । ১৩ পরে দ্বিতীয় বার গমনে যুষফ আপন ভ্রাতাদের পরি চিত হইল, এবং যুষফের জ্ঞাতি ফিরোণের কাছে প’ ১৪ রিচিত হইল । পরে যুষফ ভ্রাতৃগণকে পাঠাইয়া আপন পিতা যাকুবকে এবং আপন পঁচাত্তর জন জ্ঞা১৫ তিকে আপনার নিকটে আহবান করিল । তাহাতে যাকুব মিসরদেশেতে গিয়া আপনি এবং আমাদের পূর্ব১৬ পুরুষের সে স্থানে মরিল । তাহাতে লোকেরা তাহদিগকে শিখিমে লইয়া গিয়া যে কবরস্থান ইব্রাহীম মুদ্রা দিয়া শিখিমের পিতা হমোরের পুত্রদিগের নিকটে ক্রয় করিয়ছিল, তন্মধ্যে তাহাদিগকে কবর দিল । ১৭ . পরে ঈশ্বর ইব্রাহীমের নিকটে শপথ পূর্বক যে প্রতিজ্ঞা করিয়াছিলেন, ঐ প্রতিজ্ঞ ফলিবার সময় লি কট হইলে ইয়ায়েল লোকের মিসরদেশে বৃদ্ধি প্রাপ্ত 387