পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

No. 2 মথিলিখিত সুসমাচার । [১০ অধ্যায় । কহ ; এবং কর্ণে যাহা শুন, তাহা গৃহের ছতিহইতে প্রচার কর । আর যাহারা শরীরকে বধ করিতে পারে, আত্মাকে ২৮ বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না ; কিন্তু যিনি শরীর ও আত্মা উভয়কেই নরকে বিনষ্ট করিতে পারেন, তাহাকেই ভয় কর। আর দুই চটকপক্ষী কি এক ২৯ পয়সাতে বিক্রীত হয় না ? তথাচ তোমাদের পিতার অনুমতি ব্যতিরেকে তাহদের একটিও ভূমিতে পড়ে না। এবং ৩৭ তোমাদের মস্তকের কেশ সকলও গণিত আছে । অতএব ৩১ ভয় করিও না ; তোমরা অনেক চটকপক্ষীহইতে বহুমূল্য । আর যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার ৩২ করে, আমিও আপন স্বৰ্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে স্বীকার করিব । কিন্তু যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমা- ৩৩ কে অস্বীকার করে, আমিও আপন স্বৰ্গস্থ পিতার সাক্ষাতে তাহকে অস্বীকার করিব ৷ আর আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি, এমত ৩৪ অনুভব করিও না; শান্তি দিতে নহে, কিন্তু খড়গ দিতে আসিয়াছি । পিতার সহিত পুত্রের, ও মাতার সহিত কন্যার, ৩৫ এবং শ্বশুর সহিত পুত্রবধুর বিরোধ করাইতে আসিয়াছি । তাহাতে আপন২ পরিজনই মনুষ্যের শতু হইবে । ৩৬ যে কেহ আপিন পিতাকে কিম্ব। মাতাকে আমাহইতে অধিক ৩৭ প্রেম করে, সে আমার যোগ্য নয় ; এবং যে কেহ অাপন পুত্রকে কিম্বা কন্যাকে আমাহইতে অধিক প্রেম করে, সে আমার যোগ্য নয়। আর যে কেহ আপন ক্রুশ লইয়। ৩৮ অামার পশ্চাদগামী না হয়, সেও আমার যোগ্য নয় । আর যে কেহ আপন প্রাণ রক্ষা করে, সে তাহ হরাইবে; ৩৯ কিন্তু যে কেহ আমার নিমিত্তে আপন প্রাণ হারায়, সে তাহা রক্ষা করিবে । 30