পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। \రిపి) \S) ৩ দিয়া বিস্তর বিলাপ করিল । কিন্তু শেল ঘরেই ভ্ৰমণ করিয়া স্ত্রী ও পুরুষগণকে ধরিয়া আনিয়া কারাগারেতে । বদ্ধ করণপূর্বক মণ্ডলীর মহা উৎপাত করিতে লাগিল । ৪ তাহাতে যাহার। ছিন্নভিন্ন হইল, তাহারা সৰ্ব্বত্র ভ্রমণ ৫ করিয়া সুসমাচার প্রচার করিল । তখন ফিলিপ শোমিরোণের রাজধানীতে গিয়া খ্রীষ্টের প্রসঙ্গ প্রচার কও রিল। এবং অশুচি ভূতাশ্রিত লোকদের হইতে ভূতগণ উচ্চৈঃস্বর করিয়া ছাড়িয়া গেল, এবং অনেক২ পক্ষা৭ ঘাতী ও খঞ্জ লোক স্বাস্থ্য পাইল ; তাহাতে লোকের তাহার এই ৰূপ আশ্চৰ্য্য কৰ্ম্ম দেখিয়া শুনিয়া সকলেই একচিত্ত হইয়। তাহার উক্ত প্রসঙ্গেতে মনোযোগ ক৮ রিল ; এবং ঐ নগরেতে মহানন্দ হইল । ৯ আর ইহার পূৰ্ব্বকালে ঐ নগরে শিমোন নামে এক ব্যক্তি অনেক ২ মায়াক্রিয়া করিয়। আপনাকে কোন মহাপুরুষ বলিয়া শোমিরোণীয়দের মোহ জন্মাইয়াছি১ - ল ; তাহাতে এই মানুষ ঈশ্বরের মহাশক্তিস্বৰূপ, ইহা বলিয়া মহান ও ক্ষুদ্র সকলেই তাহাতে মনোযোগ ১ ১ করিল। এই ৰূপে সে বহুকালাবধি মায়াবি ক্রিয়াতে সকলকে একান্ত মোহিত করিয়াছিল, এবং তাহার ১২ তাহাতে মনোযোগ করিল । কিন্তু ঈশ্বরের রাজত্ব এবং যীশু খ্রীষ্টের নাম বিষয়ক প্রসঙ্গ প্রচারকারি ফিলিপের কথাতে বিশ্বাস করিয়া তাহারা স্ত্রী পুরুষ ১৩ উভয় লোক বাপ্তাইজিত হইল । অবশেষে ঐ শিমোন আপনিও প্রত্যয় করিল, এবং বাপ্তাইজিত হইয়। ফিলিপের কৃত আশ্চৰ্য্য ক্রিয়া ও লক্ষণ দেখিয়া অসম্ভব জ্ঞান করিয়। তাহার সঙ্গে থাকিল । ১ ৪ এই প্রকারে শোমিরোণ দেশীয় লোকেরা ঈশ্বরের 393