পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। [৮ অধ্যায় । 99ל9א কথা গ্রহণ করিয়াছে, যিৰূশালম নগরস্থ প্রেরিতগণ ঐ সংবাদ পাইলে পর পিতরকে ও যোহনকে তাহীদের নিকটে প্রেরণ করিল । তাহাতে তাহারা সেই স্থানে ১৫ উপস্থিত হইয়া, লোকেরা যেন পবিত্র আত্মা পায়, এই নিমিত্তে প্রার্থনা করিল । কেননা তদবধি তাহার। কে- ১৬ বল প্রভূ যীশুর নামেতে বাপ্তাইজিতমাত্র হইয়াছিল ; কিন্তু তাহীদের মধ্যে কাহারও প্রতি পবিত্র আত্মার আবির্ভাব হয় নাই । তখন প্রেরিতের তাহদের গাত্রে ১৭ হস্তার্পণ করিলে পর তাহারা পবিত্র আত্মাকে পাইল । এই ৰূপে লোকদের গাত্রে প্রেরিতের হস্তার্পণ করি- ১৮ লে তাহার। পবিত্র আত্মাকে পায়, ইহা দেখিয়া সেই শিমোন প্রেরিতদের নিকটে টাকা অানিয়া কহিল, আমি যাহার গাত্রে হস্ত অৰ্পণ করিব, তাহারও যেন ১৯ এই ৰূপ পবিত্র আত্মা প্রাপ্তি হয়, এই ক্ষমতা আমাকেও দেও । কিন্তু পিতর তাহাকে উত্তর করিল, তে৷- ২ • মার টাকা তোমার সঙ্গে বিনষ্ট হউক, যেহেতুক ঈশ্বরের দান টাকাতে ক্রয় করিতে মনস্থ করিলা ; এবং ২১ ঈশ্বরের প্রতি তোমার অন্তঃকরণ সরল নয়, এই জন্যে এ বিষয়ে তোমার অংশ কি অধিকার কিছুই নাই । অতএব এই পাপের নিমিত্তে খেদাম্বিত হইয়া কোন ২২ প্রকারে তোমার মনের এই কুকল্পনার ক্ষম হয়, এই জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা কর ; কেননা তুমি ২৩ যে তিক্ত পিত্তে ও পাপের বন্ধনে আছ, তাহ বুঝিলাম । তখন শিমোন কহিল, তবে তোমাদের উক্ত ২৪ কথ। অামাতে যেন না ফলে, এই নিমিত্তে তোমরা আমার জন্যে প্রভুর কাছে প্রার্থনা কর । এই প্রকা- ২৫ রে তাহারা সাক্ষ্য দিয়া প্রভুর কথা প্রচার করিতে২ 394