পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যায়।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। ○。倉 শোমিরোণীয়দের অনেক গ্রামেও সুসমাচার প্রচার করিতে ২ যিৰূশালম নগরে ফিরিয়৷ গেল । ২৬ পরে পরমেশ্বরের দূত ফিলিপকে এই আজ্ঞা দিয়া কহিল, তুমি উঠিয়া দক্ষিণদিগে ঘিন্ধশালমহইতে প্রান্তরের মধ্য দিয়া যে পথ অসা নগরেতে যায়, ঐ পথে ২৭ গমন কর । তাহাতে সে উঠিয়া গেলে পর কুশীয় লোকদের কন্দাকী নামী রাণীর সমস্ত সম্পত্তির অধ্যক্ষ কুশ দেশীয় এক জন নপুংসক, সে ভজন করণার্থে ২৮ যিৰূশালম নগরে গমন করিলে পর প্রত্যাগমন কালে রথাৰূঢ় হইয়া যিশয়িয় নামে ভবিষ্যদ্বক্তার গ্রন্থ পাঠ ২৯ করিতেছিল । এমন সময়ে আত্মা ফিলিপকে কছিলেন, তুমি ঐ রথের নিকটে গিয়া তাহার সঙ্গে মিলন কর । ৩০ তাহাতে সে দৌড়িয়া গিয়া তাহার নিকটে উপস্থিত হইয়। তৎকর্তৃক পঠ্যমান যিশয়িয় ভবিষ্যদ্বক্তার বাক্য শুনিয়া জিজ্ঞাসা করিল, যাহা পাঠ করিতেছ, তাহ। ৩১ কি বুঝিতে পার ? তাহাতে সে কহিল, কেহ আমাকে বুঝাইয়া না দিলে কেমন করিয়া বুঝিতে পারিব ? তাহাতে সে ফিলিপকে রথে আরোহণ করিতে ৩২ ও আপনার সঙ্গে বসিতে নিবেদন করিল । যে স্থানে এই কথা লিখিত অাছে, “তিনি হত হওনের জন্যে “ মেষের ন্যায় আনীত হইলেন, আর লোমচ্ছেদকের “সন্মুখে যেমন মেষশাবক নীরব হইয়া থাকে, তে৩৩ “মনি মুখ বদ্ধ করিয়া থাকিলেন ; এবং দীনতা প্র“যুক্ত অন্যায় বিচারে হত হইলেন, এবং তৎকালের “ লোকদের বর্ণন কে করিতে পারে? যেহেতুক তিনি “ পৃথিবীহইতে উচ্ছিন্ন হইলেন ;” গ্রন্থের এই স্থান ৩৪ সেই নপুংসক পাঠ করিতেছিল । পরে ফিলিপকে ক395