পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSP প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [৯ অধ্যায় । নগরের শোল নামে এক ব্যক্তির তত্ত্ব জিজ্ঞাস কর ; দেখ, সে প্রার্থনা করিতেছে, এবং অননিয় নামে এক জন যেন তাহার কাছে আসিয়া তাহার গাত্রেতে হস্তাপণ করিয়া দৃষ্টি প্রদান করিতেছে, এ প্রকার দর্শন পাইল । তাহাতে আননিয় উত্তর করিল, হে প্রভো, যিৰূশালমে তোমার পবিত্র লোকদের প্রতি সে মনুষ্য কত হিংসা করিয়াছে, তাহা অামি অনেকের প্রমুখাৎ শুনিলাম ; এবং এ স্থানে যে সকল লোক তোমার নামে প্রার্থনা করে, তাহাদিগকেও বন্ধন করিবার নিমিত্তে সে প্রধান যাজকদের হইতে ক্ষমত পাইয়াছে । কিন্তু প্রভু কহিলেন, চলিয়া যাও, অন্যদেশীয় লোকদের ও ভূপতিগণের ও ইস্রায়েল বংশীয়দিগের নিকটে অামার নাম প্রচার করিতে সেই জন আমার মনোনীত পাত্র অাছে ; এবং অামার নামের নিমিত্তে তাহণকে কত বড় ক্লেশ ভোগ করিতে হইবে, ইহা তাহণকে দেখাইয়া দিব । তাহাতে আননিয় চলিয়া গিয়৷ সেই গৃহেতে প্রবিষ্ট হইয় তাহার গাত্রে হস্তার্পণ করিয়া কহিল, হে ভ্রাতঃ শেল, তুমি যেন দৃষ্টি পাও এবং পবিত্র অগত্মাতে পরিপূর্ণ হও, এই জন্যে তোমার আগমন কালে যে প্রভূ যীশু পথিমধ্যে তোমাকে দর্শন দিলেন, তিনি আমাকে পাঠাইলেন । ইহা বলিবামাত্র তাহার চক্ষুঃহইতে অঁ ইষের ন্যায় নির্গত হইলে তৎক্ষণাৎ সে প্রসন্নচক্ষুঃ হইয়া উঠিয়া বাপ্তাইজিত হইল, এবং ভোজন পান করিয়া সবল হইল । পরে শোল দন্মেষক নগরের শিষ্যগণের সহিত কএক দিবস থাকিয় অবিলম্বে তাবৎ ভজনালয়ে গিয়া যীশু যে ঈশ্বরের পুত্ৰ, এই কথা প্রচার করিতে লাগিল । 398 > R > Nう X 8 Y (t Y V) > 영 > b" X > R •