পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। 30% যে উত্তরীয় ও পরিধেয় বস্ত্র ছিল, সে সমস্ত তাহাকে ৪ • দেখাইয়। রোদন করিতে২ চতুর্দিগে দাড়াইল । কিন্তু পিতর তাহদের সকলকে বহির্গত করিয়া হাটু পাতিয়৷ প্রার্থনা করিল ; পরে শবের প্রতি দৃষ্টিপাত করিয়৷ কহিল, হে টাবিথা, উঠ ; এই কথা বলিলে সে স্ত্রী চক্ষুঃ মেলিয়। পিতরের প্রতি অবলোকন করিয়া উঠিয়া ৪ ১ বসিল । তাহাতে পিতর তাহার হস্ত ধরিয়া তাহাকে তুলিয়া পবিত্র লোক ও বিধবাদিগকে ডাকিয় তাহ৪২ দের নিকটে সজীব তাহাকে সমর্পণ করিল । পরে যাফোর সমুদয় নগরে এই কথা ব্যাপ্ত হওয়াতে অ৪৩ নেক২ লোক প্রভুতে বিশ্বাস করিল । অপর পিতর ঐ যাফে নগরীয় শিমোন নামক এক চামারের গৃহেতে অনেক দিন বাস করিল ৷ ১০ অধ্যায় । ১ দিব্য দূতদ্বার। প্রত্যাদিষ্ট কণীলিয়ের পিতরকে ডাকিতে লোক পাঠাওন ৯ ও পিতরের স্বপু দৰ্শন ১৭ ও পিতরের নিকটে প্রেরিত লোকদের উপস্থিত হওন ২৪ ও জাহীদের সহিত পিতরের গমন ও তাহার সহিত কণীলিয়ের কথোপকথন ৩৪ ও পিতরের উত্তর ও সুসমাচারের প্রচার করণ ৪৪ ও কর্ণালিয় ও তাহার লোকদের প্রতি পবিত্র আত্মার নামন ও ভাহীদের বাপ্তিস্ম । ১ কৈসরিয়া নগরে ইতলীয় নামক সৈন্যদলভুক্ত কণী২ লিয় নামে এক জন শতসেনাপতি ছিল ; সে সপরিবারে ভক্ত এবং ঈশ্বরপরায়ণ ছিল, আর ( যিহুদীয় ) লোকদিগকে বিস্তর দানাদি করিয়। নিরন্তর ঈশ্বরের ৩ কাছে প্রার্থনা করিত এক দিন তৃতীয় প্রহর বেলার সময়ে সে দর্শন পাইল, যেন এক জন ঈশ্বরের দূত প্রকাশৰপে তাহার নিকটে আসিয়া কহিল, হে কণী 401