পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

893. প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [১০ অধ্যায় । লিয় । সে তাহাকে দেখিয়া ভীত হইয়া কছিল, ছে প্রভো, কি ? তখন সে তাহাকে কহিল, তোমার প্রার্থন এবং দানাদি সাক্ষিস্বৰূপ ঈশ্বরের গোচর হইয়াছে এখন যাফো নগরে লোকদিগকে পাঠাইয়া সমুদ্রের তীরে শিমোন নামে এক চামারের গৃহে প্রবাসকারি পিতর নামে খ্যাত যে শিমোন, তাহাকে ডাকাও ; 8 তাহাতে তোমার যাহা ২ কর্তব্য, তাহা সে বলিবে । ৬ কর্ণালিয়কে ইহা কহিয়া দূত প্রস্থান করিলে পর সে আপন গৃহস্থ দাসদের মধ্যে দুই জনকে এবং আপনার কৰ্ম্মকারি সেনাগণের মধ্যে এক ভক্ত সেনাকে ডাকিয়, এই সমস্ত বৃত্তান্ত জ্ঞাত করিয়া তাহাদিগকে যাফে নগরেতে পাঠাইল । পরদিবসে তাহার। যাত্রা করিয়া নগরের নিকটে উপস্থিত হইলে পিতর দুই প্রহর বেলার সময়ে প্রার্থন। করিবার নিমিত্তে ছাতের উপরে আরোহণ করিমাছিল । এমন সময়ে অতি ক্ষুধিত হইয়া কিছু অহার করিতে চাহিল ; কিন্তু তাহদের অন্ন প্রস্তুত করিবার সময়ে সে অভিভূত হইয়া পড়িল ; এবং মেঘদ্বার মুক্ত হইলে চারি কোণে কুলান একখান বড় বস্ত্রের মত কোন পাত্র স্বৰ্গহইতে পৃথিবীতে নামিতে দেখিল । এবং তন্মধ্যে নানা প্রকার গ্রাম্য ও বন্য পশু এবং খেচর ও উরোগামি প্রভৃতি জন্তু ছিল । পরে হে পিতর, উঠিয়া বধ করিয়া ভোজন কর, তাহার প্রতি এমন আকাশবাণীও হইল । তখন পিতর উত্তর করিল, ছে প্রভো, এমন না হউক, আমি এখন পৰ্য্যন্ত নিষিদ্ধ বা অশুচি সামগ্রী কিছু ভোজন করি নাই । তাহাতে আরবার ঐ ৰূপ আকাশবাণী হইল, ঈশ্বর যাহা শুচি 402 업 > → > y > R ත ථ > 8 N (R