পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ । 8o \> ১৬ করিয়াছেন, তাহা তুমি নিষিদ্ধ জ্ঞান করিও না । এই প্রকার তিন বার হইলে পর ঐ পাত্র পুনৰ্ব্বার অাকাশে আকৰ্ষিত হইয়া গেল । ১৭ পরে যে দর্শন পাইয়াছিল, তাহার ভাব কি, এই বিষয়ে পিতর মনে সন্দেহ করিতেছিল, এমন সময়ে কর্ণালিয়ের ঐ প্রেরিত মনুষ্যেরা শিমোনের বাটীর তত্ত্ব ১৮ জিজ্ঞাসা করিয়া দ্বারের নিকটে উপস্থিত হইয়। ডাকিয়া কহিল, পিতর নামে বিখ্যাত যে শিমোন, তিনি ১৯ কি এখানে প্রবাস করেন ? এবং যৎকালে পিতর সেই দর্শনের কথা মনে২ আন্দোলন করিতেছিল, তৎকালে আত্ম তাহাকে কহিলেন, দেখ, তিন জন তোমার অ২০ ম্বেষণ করিতেছে ; তুমি উঠিয়া নামিয় নিঃসন্দেহে তাহাদের সহিত গমন কর, আমিই তাহাদিগকে প্রেরণ ২ ১ করিলাম । তাহাতে পিতর নামিয়া কণীলিয়ের প্রেরিত লোকদিগের নিকটে আসিয়া কহিল, দেখ, তোমর। যাহার অন্বেষণ করিতেছ, সেই ব্যক্তি আমি ; তোমরা ২২ কি নিমিত্তে আইলা ? তাহাতে তাহার। উত্তর করিল, কর্ণালিয় নামে শুদ্ধসত্ত্ব ও ঈশ্বরপরায়ণ অথচ তাবৎ যিহুদীয় লোকের নিকটে সুখ্যাত্যাপন্ন, এমন এক জন শতসেনাপতি তোমাকে নিজ গৃহে ডাকিয়া আনিতে এবং তোমার স্থানে কথা শুনিতে পবিত্র দৃত কর্তৃক 32২৩ ত্যাদেশ পাইয়াছে । তখন পিতর তাহাদিগকে ভিতরে ডাকিয়া আতিথ্য ব্যবহার করিল, ও পরদিবসে তাহদের সহিত যাত্রা করিল ; এবং যাফে নিবাসি चोङ्গণের মধ্যে কএক জনও তাহার সঙ্গে গমন করিল। ২৪ পরদিবসে কৈসরিয়া নগরমধ্যে প্রবেশ করিবার স ময়ে কণীলিয় জ্ঞাতি বন্ধু বান্ধবদিগকে আহবান পূৰ্ব্বক 403