পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8○b〜 প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [১১ অধ্যায়। এক দিন এক দূত প্রত্যক্ষ হইয়। আমার গৃহমধ্যে দীড়াইয়। তামাকে এই অঞ্জ দিল, যাফে। নগরে লেকদিগকে পঠাইয়। পিতর নামেতে বিখ্যাত শিমোনকে ডাকাও ; তাহাতে তোমার ও তোমার পরিবারের প S 8 রিত্রাণ যাহতে হয়, এমন উপদেশ সে দিবে । পরে ১৫ . অামি কথা কহিতে আরম্ভ করিলে প্রথমে আমাদের উপরে যেমন পবিত্র আত্মা নামিয়াছিলেন, তদ্রুপ তাহাদের উপরেও নামিলেন । তাছাতে “যোহন জলেতে “বাপ্তাইজিত করিল, কিন্তু তোমর পবিত্র আত্মাতে “বাপ্তাইজিত হইবা,” এই যে কথা প্রভু কহিয়াছিলেন, তাহা তখন আমার স্মরণে হইল । অতএব অামাদিগকে ঈশ্বর যে দান করিয়াছেন, তাহ প্রভু যীশু খ্রীষ্টেতে প্রত্যয়কারি সেই লোকদিগকেও দিলে অণমি কে ? ঈশ্বরকে নিবারণ করা কি আমার সাধ্য ? এমন কথা শুনিয়া তাহার ক্ষান্ত হইয়। ঈশ্বরের গুণনুবাদ করিয়া কহিল, তবে পরমায়ু প্রাপ্তির নিমিত্তে ঈশ্বর অন্যদেশীয় লোকদিগকেও মনঃপরিবর্তনৰূপ দান করিয়াছেন । ভার স্তিফানের বিষয়ে যে ক্লেশ উপস্থিত হইয়াছিল, তৎপ্রযুক্ত যাহারা ছিন্নভিন্ন হইয়া গিয়াছিল, তাহার ফৈনীকিয়া ও কুপ্র ও আন্তিয়খিয়া পর্যন্ত ভ্রমণ করিয়া কেবল যিহুদীয় লোক বিনা আর কাহারে নিকটে ঈশ্বরের কথা প্রচার করিল না । কিন্তু তাহদের মধ্যে কুগ্ৰীয় ও কুরীণীয় কএক জন আন্তিয়খিয়া নগরে আলিয়া অন্যদেশীয়দের নিকটেও প্রভূ যীশুর সুসমাচার প্রচার করিল । আর প্রভুর হস্ত তাহদের সহায় থাকাতে অনেক ২ লোক বিশ্বাস করিয়া প্রভুর প্রতি 408 > ペ) 영 > b X > ২ • R >