পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ অধ্যায় ।] প্রেরিক্তদের ক্রিয়ীর বিবরণ। 3oo ২২ ফিরিল । এই সমাচার যিৰূশালমস্থ মণ্ডলীর লোকদের কর্ণগোচর হইলে পর তাহার। অন্তিয়খিয়া নগর পর্যন্ত ২৩ যাইতে বর্ণববাকে প্রেরণ করিল । তাহাতে বর্ণকব। সে স্থানে উপস্থিত হইয়া ঈশ্বরের অনুগ্রহের ফল দেখিয়। ২৪ আহলাদিত হইল ; আর সে নিজে সল্লোক এবং বিশ্বাসেতে ও পবিত্র আত্মাতে পরিপূর্ণ হওয়াতে মনের নিষ্ঠীদ্বারা প্রভুতে আসক্ত থাকিতে সকলকে উপদেশ দিল ; তাহাতে প্রভুর অনেক শিষ্যবৃদ্ধি হইল । ২৫ অবশেষে শোলের তত্ত্ব করিতে বর্ণব তীর্ষ নগরেতে ২৬ প্রস্থান করিল । পরে তাহার উদ্দেশ পাইয় তাহাকে আন্তিয়খিয়া নগরে জানিলে তাহারা মণ্ডলীস্থ লোকদের সহিত সভা করণ পূর্বক সম্পূর্ণ এক বৎসর পর্য্যন্ত অনেক লোককে উপদেশ দিতে লাগিল ; ঐ আন্তিয়খিয়া নগরেতে শিষ্যের প্রথমে খ্রীষ্টীয়ান নামে বিখ্যাত হইল । ২৭ অনন্তর সেই সময়ে কতক ভবিষ্যদ্বক্তা ঘিন্ধশালমহই২৮ তে আন্তিয়খিয়া নগরে আগমন করিলে পর, আগাব নামে তাহদের এক জন উঠিয়া আত্মার অাবি ভাবে সমুদয় দেশে মহাদুৰ্ভিক্ষ হইবে, ইহা জানাইল; এবং ক্লেদিয় কৈসরের অধিকার সময়ে তাহ প্রত্যক্ষ হইল । ২৯ তাহাতে শিষ্যের প্রতি জন স্ব২ ক্ষমতানুসারে बिडूদা দেশনিবাসি ভ্রাতৃগণের দিনপাতের নিমিত্তে অর্থ ৩ - পাঠাইতে স্থির করিয়া, বর্ণব ও শৌলের হস্তদ্বার প্রাচীন লোকদের নিকটে তাহ পাঠাইয়। দিল । 409